
ছবি সংগৃহীত
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা। দলের হয়ে গোল করেছেন থুইনুয়ে মারমা, সুরভী আকন্দ প্রীতি ও রিয়া।
দিনের অন্য ম্যাচে ভারত ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে। ভারতের হয়ে হ্যাটট্রিক করেছেন আনুশকা কুমারি।
-
ভুটানের চ্যাংলিমিথান স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। নেপালের গোলরক্ষক লক্ষ্মী ওলি একের পর এক শট ঠেকিয়ে রাখলেও ৪১ মিনিটে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। মামনি চাকমার পাস থেকে জটলায় বল পেয়ে থুইনুয়ে মারমা দারুণ শটে জাল ভেদ করেন।
-
বিরতির ঠিক আগে (৪৫ মিনিটে) দ্বিতীয় গোল করেন সুরভী আকন্দ প্রীতি। গোলরক্ষক ওলির ভুল ক্লিয়ারেন্সের সুযোগে বক্সের বাইরে থেকেই দুই ডিফেন্ডারের ফাঁক গলে বল জালে পাঠান তিনি।
-
দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ পেলেও গোল হয়নি। তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রিয়া বাংলাদেশের তৃতীয় গোল করেন। নেপালের ডিফেন্ডারের ভুল পাস কাড়িয়ে আক্রমণে উঠে প্রীতির পাস থেকে গোলকিপার ও ডিফেন্ডারকে কাটিয়ে জালে বল জড়ান তিনি।
বাংলাদেশের মেয়েরা পরের ম্যাচেও নেপালের মুখোমুখি হবে আগামী বুধবার।
ইউ