ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, , ২৯ আগস্ট ২০২৫

English

জাতীয়

অপরাধীদের শাস্তি না হওয়ায় বাড়ছে অপরাধের সংখ্যা

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৫, ২৮ আগস্ট ২০২৫

অপরাধীদের শাস্তি না হওয়ায় বাড়ছে অপরাধের সংখ্যা

ছবি সংগৃহীত

বিচারহীনতার কারণেই শিশু নির্যাতন বাড়ছে। অপরাধীদের শাস্তি না হওয়ায় বাড়ছে অপরাধের সংখ্যা। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত গত ছয় মাসের পর্যবেক্ষণে তা উঠে এসেছে। 

 খুন হয়েছে  ১হাজার ৯৩৩, ধর্ষণের শিকার হয়েছে ২ হাজার ৭৪৪ এবং শারীরিক  নির্যাতনের শিকার হয়েছে ২ হাজার ১৫৯ জন শিশু । এছাড়া, শিশু নির্যাতন সংক্রান্ত প্রায় ১ লক্ষ ৫১ হাজার মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে যা ক্ষতিগ্রস্ত শিশু ও তার পরিবারের জন্য মারাত্মক দুর্ভোগ বয়ে আনছে।বাংলাদেশের বর্তমান শিশু নির্যাতন পরিস্থিতি তুলে ধরেন বাংলাদেশ শিশু অধিকার ফোরাম এর চেয়ারপার্সন ড. হামিদুল হক।

বৃহস্পতিবার ( ২৮ আগস্ট) বাংলাদেশ শিশু অধিকার ফোরাম ও বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের যৌথ আয়োজনে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলতায়নে বাংলাদেশে শিশু নির্যাতন: একটি সাম্প্রতিক পর্যালোচনা শীর্ষক মিট দ্যা প্রেস এ  ড. হামিদুল হক তা তুলে ধরেন ।

বাংলাদেশ শিশু অধিকার ফোরাম এর ভাইস চেয়ারপার্সন ও বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব  খায়রুজ্জামান কামালের সঞ্চালনায়  বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল আলম, যুগ্ম সম্পাদক  নাসের ইকবাল জাদু, বি এস এ এফ এর কোষাধ্যক্ষ ও বিইউকে এর নির্বাহী পরিচালক কাজী শামসুল আলম, বাংলাদেশ শিশু অধিকার ফোরামের নির্বাহী সদস্য ড. আফরোজা পারভীন ও পরিচালক  খন্দকার রিয়াজ হোসেন বক্তব্য দেন ।

ড. হামিদুল হক বলেন,  তথ্য-উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায় শিশুরা নানা প্রকারের যৌন নির্যাতন, যৌন হয়রানি, শারীরিক নির্যাতন ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছে। এর বড় অংশের শিকার হচ্ছে- মেয়ে শিশু।

তিনি আরো বলেন,  জানুয়ারি থেকে মে পযন্ত ধর্ষণের সংখ্যা বেড়েছে। জুনে কমেছে। ৫ বছরের মামলার সংখ্যা ৩ হাজার। বর্তমানে তা দেড় লাখে দাঁড়িয়েছে। দেশের ১০টি জেলার মধ্যে রংপুরে শিশু নিযাতন সবচেয়ে বেশি। এরপর নোয়াখালী,  নেত্রকোনা,  মৌলভীবাজার। রংপুরে শিশু নিযাতন কেনো বেড়েছে,  এটা গবেষণা করে দেখা দরকার।

মো. মনিরুল আলম বলেন,  প্রতি দিন ১৫ জন শিশু ধর্ষণের শিকার হয়। পুলিশ হেডকোয়ার্টার জানার পরও কেনো অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। 

ড. আফরোজা পারভীন  বাংলাদেশে একটি শিশু অধিদপ্তর প্রতিষ্ঠার দাবি উত্থাপন করেন। তিনি বলেন,  বাংলাদেশের শিশুদের অধিকার সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, নিরাপত্তা ও সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে একটি স্বতন্ত্র শিশু অধিদপ্তর প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। এ অধিদপ্তর প্রতিষ্ঠার মাধ্যমে শিশুদের জন্য কেন্দ্রীভূত নেতৃত্ব, জবাবদিহিতা এবং সুসংহত নীতি গ্রহণ সম্ভব হবে। বাংলাদেশে শিশু অধিকার রক্ষা, কল্যাণ ও উন্নয়নের কার্যক্রম হবে আরও কার্যকর, সমন্বিত ও জবাবদিহিমূলক।

সভায় বক্তারা আইনের শাসন প্রতিষ্ঠা ও শিশুর অধিকার ও সুরক্ষায় জাতিসংঘের শিশু অধিকার সনদের পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে শিশুর উপর সকল ধরনের সহিংসতা বন্ধে সরকারের প্রতি জোরালো দাবি তুলে ধরেন। সেই সাথে একটি শিশু বান্ধব সমাজ গঠনের প্রতি সকলকে একাত্ম হয়ে কাজ করার আহ্বান জানান হয়।

বক্তারা বলেন, জেলা শহরগুলোতে পরিবার, কমিউনিটি সদস্যদেরকে সম্পৃক্ত করে সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে। স্কুল ভিত্তিক সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালনা করা । সেই সাথে বিদ্যমান নারী ও শিশু নির্যাতন দমন আইন ও শিশু আইনের সুষ্ঠু বাস্তবায়ন করার প্রতি জোর দেওয়া । সবার আগে শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টিকে প্রাধান্য দিতে হবে। শিশু নির্যাতনের ক্ষেত্রে অনেক সময় সঠিক সংবাদ ও সময়মতো যথাযথ সহায়তাও পাওয়া যায় না। সে বিষয়েও সর্বাধিক গুরুত্ব দিতে হবে। লক্ষ্য হবে একটাই; দেশের একটি শিশুও যেন কোন ধরনের শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের শিকার না হয়।

এছাড়া  আইনের শাসন প্রতিষ্ঠা ও শিশুর অধিকার ও সুরক্ষায় জাতিসংঘের শিশু অধিকার সনদের পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে শিশুর ওপর সকল ধরনের সহিংসতা বন্ধে সরকারের প্রতি জোরালো দাবি তুলে ধরা হয় । সেই সাথে একটি শিশু বাস্তব সমাজ গঠনের প্রতি সকলকে একাত্ম হয়ে কাজ করার আহ্বান জানান। 

ইউ

ভাণ্ডারিয়ায় স্বাভাবিক প্রসব ও কিশোর-কিশোরী সেবা কর্ণার

কোয়াব নির্বাচনে ভোট দিবেন না সাকিব-মাশরাফি

চন্দনাইশে মা সমাবেশ অনুষ্ঠিত

আগস্টের ২৭ দিনে দেশে রেমিট্যান্স ২০৮ কোটি ডলার

প্রকৌশল শিক্ষার্থীরা চালিয়ে যাচ্ছেন শাটডাউন কর্মসূচি

১ হাজার ২৪৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

শিশু ধর্ষণ বাড়ছে, সরকারকে পদক্ষেপের আহ্বান

ভবন নির্মাণে এফএআর বাড়ানো পরিবেশকে হুমকিতে ফেলবে

অপরাধীদের শাস্তি না হওয়ায় বাড়ছে অপরাধের সংখ্যা

যারা নির্বাচন বাধা দেবে তারা নিশ্চিহ্ন হবে: ফখরুল

খালেদা জিয়া হাসপাতালে যাচ্ছেন সন্ধ্যায়

ইঞ্জিনিয়ারদের সমস্যার ন্যায্য সমাধানের আশ্বাস ফাওজুল কবিরের

তফসিল ডিসেম্বরে, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন

বাংলাদেশ-ভারত সীমান্তের তিন স্থলবন্দর বন্ধ ঘোষণা

জাতীয় পর্যায়ে পালিত হবে লালনের তিরোধান দিবস