
ছবি সংগৃহীত
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবার রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা।
শুক্রবার (৯ মে) বিকাল সাড়ে ৫টার পর জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্সের ব্যানারে বিএনএস সেন্টারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা। পরে মিছিল নিয়ে হাউজ বিল্ডিং ঘুরে আজমপুরে উত্তরা পূর্ব থানার সামনে বসে পড়েন তারা।
আন্দোলনকারীরা জানান, গণহত্যার অভিযোগে অভিযুক্ত দল আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। তাই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সড়কে নেমেছেন তারা।
তারা আরও জানান, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের সুস্পষ্ট নির্দেশনা না আসা পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।
এদিকে রাজধানীর শাহবাগ মোড়েও চলছে অবরোধ। শুক্রবার (৯ মে) বিকেল পৌনে পাঁচটার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা।
বিকালে মিন্টো রোড থেকে শাহবাগ অভিমুখে মিছিল নিয়ে আসেন আন্দোলনকারীরা। এরপর শাহবাগ মোড়ে বসে পড়েন তারা। অবরোধের ফলে শাহবাগ থেকে সায়েন্সল্যাব, টিএসসি ও বাংলামোটরগামী রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে শাহবাগ মোড়। ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আপোষ না সংগ্রাম, ক্ষমতা না জনতা’, ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ ব্যান’, ‘দিল্লি না ঢাকা’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন যুমনার সামনের সমাবেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত শাহবাগ অবরোধের ঘোষণা দেন এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
ইউ