
সংগৃহীত ছবি
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন ও ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলীয় এলাকায় চোরা শিকারীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়ে ৪২ কেজি চিত্রা হরিণের মাংস জব্দ করেছে বন বিভাগ। অভিযানের সময় ৪ চোরা শিকারী পালিয়ে যায়।
বৃহস্পতিবার ভোররাতে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের আওতাধীন ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের টহল দল হুলার ভারানী খাল এলাকায় অভিযান চালালে, বনপ্রহরীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীরা বনের গভীরে পালিয়ে যায়।
পরে তাদের ফেলে যাওয়া একটি নৌকা তল্লাশি করে বনপ্রহরীরা ৪২ কেজি হরিণের মাংস উদ্ধার করে। চোরা শিকারীদের ব্যবহৃত নৌকাটিও জব্দ করা হয়েছে।
ঘটনার পর পলাতক শিকারীদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা হরিণের মাংস কেরোসিন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে মাটি চাপা দেওয়া হয়।
এই ধরনের ঘটনা সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে বলে পরিবেশবিদরা জানিয়েছেন। তারা দ্রুত চোরা শিকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
//এল//