ঢাকা, বাংলাদেশ

রোববার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪

English

রাজনীতি

সরকারের ব্যর্থতায় খাদ্য আমদানি করতে হচ্ছে: রিজভী

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৬, ২৫ এপ্রিল ২০২৪

সরকারের ব্যর্থতায় খাদ্য আমদানি করতে হচ্ছে: রিজভী

ছবি সংগৃহীত

সরকারের ব্যর্থতার কারণে দেশে খাদ্যপণ্য আমদানি করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি দাবি করেছেন, সরকারে গণবিরোধী নীতির কারণে দেশের সাধারণ মানুষের দিন কাটছে অনাহারে অর্ধাহারে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত। লুটেরা গণবিরোধী  সরকারের কারণে নদী ভরাট হয়ে যাচ্ছে৷ উন্নয়নের ফানুসের নামে লুটের সমারোহ চালাতে সরকার গণবিরোধী প্রকল্প নিচ্ছে৷

তাপবিদ্যুৎ কেন্দ্রের কারণে বরিশালের উদ্ভিদ বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, সরকার বাংলাদেশের মানুষকে বাঁচতে দিতে চায় না।

রিজভী বলেন, সরকারের ব্যর্থতার কারণে খাদ্যপণ্য আমদানি করতে হচ্ছে। প্রতি সপ্তাহে আদা, রসুন, পেঁয়াজের দাম বাড়ছে।

ব্যর্থ ও গণবিরোধী নীতির কারণেই অনাহারে অর্ধাহারে সাধারণ মানুষের জীবন কাটছে বলে মন্তব্য করেন তিনি।

আর খাদ্য সংকটের কারণে রেশনিংয়ের উদ্যোগ নিতে হচ্ছে বলে উল্লেখ বিএনপির এই নেতা বলেন, মানসিক ভারসাম্য হারিয়েই পাল্টা কর্মসূচি দেয় ক্ষমতাসীনরা।

বহিস্কার করেও ভোটমুখী নেতাদের ঠেকাতে পারছে না বিএনপিবহিস্কার করেও ভোটমুখী নেতাদের ঠেকাতে পারছে না বিএনপি
আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে রিজভী।বলেন, উপজেলায় আওয়ামী লীগের লোকেরাও নির্বাচন করতে পারছে না। প্রতিটি সংসদীয় এলাকায় এমপিরাজ তৈরি হয়েছে। ক্ষমতাসীনদের হোমের শেষ নেই।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কর্মসূচিতে তীব্র গরমে পথচারীদের মধ্যে খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়।

ইউ