ঢাকা, বাংলাদেশ

বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪

English

বিচিত্র

স্কুটারে বসেই অফিস করছেন তিনি, ভিডিও ভাইরাল

উইমেনআই২৪ ডেস্কঃ

প্রকাশিত: ১৩:১৪, ৩০ মার্চ ২০২৪

স্কুটারে বসেই অফিস করছেন তিনি, ভিডিও ভাইরাল

সংগৃহীত ছবি

যখন যেখানে যেভাবে থাকা সেভাবেই যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হয় সেনাদের। তবে সেনাসদস্য না হলেও তেমন এক ব্যক্তির সন্ধান মিলেছে। স্কুটার চালানো অবস্থায় ল্যাপটপ খুলে কাজ করছেন এক প্রযুক্তিকর্মী। গত মঙ্গলবার (২৬ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এরপরই তার কর্মজীবনে ভারসাম্য ও দীর্ঘ কাজের সময় নিয়ে বিতর্ক উঠেছে।

ভিডিওতে দেখা যায়, প্রযুক্তিকর্মী হিসেবে কর্মরত লোকটি তার কোলে একটি ল্যাপটপ খুলে রেখেছেন। সেখানে মাইক্রোসফ্ট টিমের মিটিংয়ের বিবরণ দেখা যাচ্ছিল। এমন দৃশ্য কাজের উৎপাদনশীলতা ও সুরক্ষাকে প্রশ্নবিদ্ধ করেছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর দায়িত্বশীল কাজের অনুশীলন এবং নিরাপদ যাতায়াতের অভ্যাস সম্পর্কে নাগরিকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।


পিক বেঙ্গালুরু নামের একটি এক্স হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করে ক্যাপশন দেওয়া হয়, বেঙ্গালুরু ইজ নট ফর বিগেনার্স। সেই ভিডিওর নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা ওই ব্যক্তির জন্য সহমর্মিতা দেখানোর পাশাপাশি বিনোদনমূলক মন্তব্যও করছেন।

এক ব্যক্তি মন্তব্যের ঘরে লিখেন, ভাই নিশ্চয়ই কোনো প্রযুক্তি কোম্পানির হয়ে কাজ করেন এবং তার সাপ্তাহিক নির্ধারিত ৭০ কর্মঘণ্টার চেয়ে কিছুটা পিছিয়ে আছেন। আরেকজন লিখেন, উৎপাদনশীলতার তড়ঙ্গে করে যাতায়াত। এক ব্যবহারকারী লিখেন ক্লায়েন্টের কল ও মৃত্যু যে কোনো সময় আসতে পারে। একজন লিখেন এতদিন শুনেছি ওয়ার্ক-লাইফ ব্যালেন্স এখন দেখছি ওয়ার্ক-বাইক ব্যালেন্স।

এক ব্যবহারকারী লিখেছেন, আজকাল মানুষ যে ধরনের কাজের চাপের সম্মুখীন হচ্ছে তা অকল্পনীয়, তাই এ ধরণের বিকল্প খুঁজে নেওয়া ছাড়া কোনো উপায়ও নেই। একজন লিখেছেন ল্যাপটপ তার বর্ণনা অনুযায়ী যথাযথভাবেই ব্যবহার হচ্ছে।

এর আগে, সিনেমা হলে বসা অবস্থায় ল্যাপটপ খুলে এক ব্যক্তির কাজের ভিডিও ভাইরাল হয়েছিল। এই ভিডিওটিও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের নজর আকৃষ্ট করতে সক্ষম হয়। বলা হয় এটিও বেঙ্গালুরুর কোনো এক স্থানের ভিডিও। এতে দেখা যায়, বেঙ্গালুরুর স্বাগথ অনিক্স থিয়েটারে বসে ল্যাপটপে কাজ করছেন এক ব্যক্তি।

//এল//

সিলেটে বিপুল উৎসাহ উদ্দীপনায় সকাল থেকে চলছে ভোট গ্রহণ

দুই ঘণ্টায় ভোট পড়েছে ১০ শতাংশ: ইসি

রোহিঙ্গাদের ফেরাতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান

ফের পিআইবির ডিজি হলেন জাফর ওয়াজেদ

শাকিবের ‘তুফান’র পূর্বাভাস দিলেন নির্মাতা!

মাত্র ৫০ টাকা দিয়ে শুরু, রোজি এখন লাখপতি

যেসব এলাকায় আজ ব্যাংক বন্ধ 

করোনা টিকা প্রত্যাহার করছে অ্যাস্ট্রাজেনেকা

আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন

প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ চলছে

যৌন হয়রানি : ঢাবির অধ্যাপককে অব্যাহতি

নোবিপ্রবি ছাত্রীর আত্মহত্যা

স্পেনে ডাক্তার হিসেবে নিয়োগ পেলেন বাংলাদেশি ঝুমা

‘অচিরেই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেব’

আকাশ থেকে বৃষ্টির সঙ্গে পড়ছে মাছ!