ঢাকা, বাংলাদেশ

বৃহস্পতিবার, , ২৩ জানুয়ারি ২০২৫

English

জাতীয়

ঢাকায় বেড়েছে ডায়রিয়া

শাহীন খন্দকার

প্রকাশিত: ১৯:১৭, ৭ জুন ২০২৩; আপডেট: ১৯:১৭, ৭ জুন ২০২৩

ঢাকায় বেড়েছে ডায়রিয়া

ছবি: বাংলাদেশ শিশু হাসপাতাল এন্ড ইনিস্টিটিউটে রোগীদের ভিড়...

প্রচণ্ড তাপদাহে রোগবালাই বাড়ছে। ঢাকার বিভিন্ন হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড়। গেলো কয়েকদিনে শিশু হাসপাতালের জরুরি বিভাগে রোগীর ভিড় বেড়েছে কমপক্ষে চারগুণ। চিকিৎসকরা জানান, জ্বর-বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। সেই সঙ্গে বৃদ্ধদের বেড়েছে হিটস্ট্রোকের ঝুঁকি। তাই বেশি করে পানি পানের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। 

বুধবার (৭ জুন) বাংলাদেশ শিশু হাসপাতাল এন্ড ইনিস্টিটিউটে সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাসপাতালের জরুরি বিভাগে রোগীদের ভিড় বেড়েছে প্রায় দুইগুণ। কদিন আগেও জরুরি বিভাগে রোগী আসতো ১০০-১৫০ জন। কিন্তু গত এক সপ্তাহে এই সংখ্যা চার শ ছাড়িয়ে গেছে। বেশিরভাগ শিশুই জ্বর, পাতলা পায়খানা ও বমির উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে।

চিকিৎসকরা বলছেন, এমনিতেই তীব্র তাপদাহ। তার ওপর, এ সময়টা সাধারণ ভাইরাস জ্বরের মৌসুম। সেই সঙ্গে গরমজনিত কারণে অতিরিক্র ঘাম থেকে সর্দি কাশির মতো সমস্যা বাড়ছে। সঙ্গে যোগ হয়েছে ডায়রিয়া। শিশুদের মধ্যে টাইফয়েড ও হেপাটাইটিসে আক্রান্ত হবার সংখ্যাটাও বাড়ছে। তাই অবহেলা না করে শিশুদের চিকিৎসকের কাছে নেয়ার পরামর্শ দিচ্ছেন তারা। 

মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. নিয়াতুজ জামান বলেন, ‘শরীরের তাপমাত্রা ১০৫ ডিগ্রির উপরে উঠলেই হিটস্ট্রোকের ঝুকিও বাড়তে পারে।’ তিনি বলেন, ‘হিমশীতল বা লু-হাওয়া যে তাপমাত্রাই হোক না কেন, মানব শরীরের অভ্যন্তরীণ প্রক্রিয়া তার নিজের তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রী সেন্টিগ্রেডে নির্দিষ্ট রাখতে চায়। তাই প্রচণ্ড গরমে দিনে যতোটা সম্ভব ঘরে থাকার চেষ্টা করতে হবে। আর শিশুদের পানি, শরবত, স্যালাইন ও মৌসুমী ফল খাবার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।’

গত কয়েকদিনের অসহনীয় গরমের পর এ বছরও হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। ডায়রিয়া আক্রান্ত রোগীদের অন্যতম ভরসাস্থল আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে(আইসিডিডিআর’বি) খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালটিতে বর্তমানে দৈনিক সাড়ে ৫শ থেকে ৬শ পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছে।

অন্য সময়ে এই সংখ্যা ৩শ থেকে সাড়ে ৩শ পর্যন্ত থাকে। হাসপাতালটির পরিসংখ্যান বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘ডায়রিয়া রোগীর সংখ্যা বছরে দুইটা সময়ে একটু বেশি হয়, একটি হলো বর্ষার আগে, বর্ষার পরে। এখন বর্ষার আগের মৌসুম চলছে। আজ ভর্তি রোগীর সংখ্যা ৬০০ জনের বেশি, আজকেও দুপুর ২টা পর্যন্ত ৬০০, এর আগে দিন ৬২৫, ৫৫০, ৫৮০ এরকম ছিল। আইসিডিডিআর,বির সিনিয়র সায়েন্টিস্ট ডা. মো. ইকবাল হোসেন বলেন, গরমের কারণে স্বাভাবিকভাবেই সবার তৃষ্ণা বেশি থাকে, যার ফলে যেখানেই সে পানি পায় সেটিই খেতে চায়। যে কারণে গরম এলেই ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে যায়। সুতরাং গরমে সুরক্ষিত থাকতে আমাদের প্রয়োজন সুপেয় পানি। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সেই পানিটা আমরা অনেক সময়ই পাই না, যে কারণে বাধ্য হয়েই রাস্তার পাশের ময়লাযুক্ত পানিই পান করতে হয়।’

তিনি বলেন, ‘আরেকটি বিষয় হলো, এই গরমে শীতের মতো তো আর খাবার অনেকক্ষণ ভালো থাকে না। যে কারণে খাবারে অল্পপরিমাণ জীবাণু থাকলেও সেটি এই গরমে অনেক বেড়ে যায় এবং তাদের শরীর থেকে রস বের হয়, যা খাবারের ভেতর থাকে। সে কারণেও ডায়রিয়া হয়।’ করণীয় প্রসঙ্গে তিনি বলেন, ‘ডায়রিয়া আক্রান্ত হলে শরীর থেকে প্রচুর পরিমাণে পানি এবং লবণ বেরিয়ে যায়। কিন্তু অনেক ক্ষেত্রেই বিষয়টা অভিভাবকরা গুরুত্বের সঙ্গে নেন না। তবে, এর চিকিৎসা খুবই সহজ। যতবার পাতলা পায়খানা হবে, ততবার একটি করে খাবার স্যালাইন খেতে হবে। এভাবে চলতে থাকলে এমনিতেই রোগী সুস্থ হয়ে যাবে, তাকে হাসপাতালে নিয়ে আসারও প্রয়োজন হবে না।’

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, ‘সারাদেশেই গত কিছুদিন যাবত তীব্র গরম চলছে। আর গরম এলেই আমাদের ডায়রিয়া পরিস্থিতি কিছুটা বাড়ে। হাসপাতালগুলোতে কিছু ডায়রিয়া আক্রান্ত রোগী এলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে নিজেকে সুস্থ রাখতে সবাইকেই সচেতনতা মেনে চলতে হবে।’

ইউ

উদ্যোক্তামুখী সমাজ নির্মাণে তরুণদের বিকল্প নেই: প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে গির্জা-হাসপাতালেও গ্রেপ্তার আতঙ্কে অভিবাসীরা

চুরির অর্থ ফেরাতে বিদেশি বন্ধুদের সহায়তা চাইলেন ড. ইউনূস

বিনামূল্যের পাঠ্যপুস্তক বাজারে বিক্রি, দুই ট্রাক বইসহ আটক ২

এবার মালয়েশিয়ার নম্বর থেকে হুমকি, শাহজালালে নিরাপত্তা জোরদার

বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলেছে ভারত

বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে দুই সেনাসদস্যসহ গ্রেফতার ৪

নারী বিপিএলের পারিশ্রমিক ঘোষণা, সর্বোচ্চ বেতন ৫ লাখ

গৃহকর্মীদের জন্য অগ্নি নির্বাপণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্বর্ণের দাম আবার বাড়ল

নিত্যপণ্যের দাম নিয়ে মুখ খুললেন হাসনাত

বিশ্ব সরকার সম্মেলনে আমন্ত্রণ পেলেন ড. ইউনূস

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

পানি জাদুঘরের অবদান” শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করব: উপদেষ্টা শারমীন