ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, , ০৯ মে ২০২৫

English

জাতীয়

হঠাৎ এত আগুন কেন, তদন্ত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

উইমেনআই২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৭, ১৭ এপ্রিল ২০২৩

হঠাৎ এত আগুন কেন, তদন্ত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল...

হঠাৎ করেই চারিদিকে এতে আগুন লাগার পেছনে কোনও ধরণের নাশকতার আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেছেন, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বঙ্গবাজারে ফায়ার অফিসে হামলা নাশকতার উদ্দেশ্যেই ঘটানো হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন আসাদুজ্জামান কামাল।

তিনি বলেন, ‘হঠাৎ করে এত আগুনের ঘটনা কেন, সে বিষয়টি তদন্ত করছি। যদি কোন নাশকতার পরিকল্পনা থাকে তা খতিয়ে দেখা হবে।’

প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ফায়ার সার্ভিস, দুর্যোগ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলাদা তিনটি তদন্ত কমিটি নাশকতার বিষয়টি খতিয়ে দেখছে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক অঘটনগুলো নাশকতা কি না অথবা ২০১৩ সালে বিএনপি-জামায়াত জোটের চালানো আগুন সন্ত্রাস কিনা সে প্রশ্ন জাগছে।

সে জন্যই তদন্ত কমিটি করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

১১ দিনের ব্যবধান ঢাকার অন্যতম প্রধান দুটি বিপণি বিতানে আগুনে পুড়েছে। ভয়াবহ আগুন লেগে গত ৫ এপ্রিল পুড়ে যায় ঢাকার বঙ্গবাজার। ভস্মীভূত হয়ে গেছে প্রায় চার হাজার দোকান।

এরপর শনিবার আগুন লাগে ঢাকা নিউ মার্কেটের দক্ষিন পাশের নিউ সুপার মার্কেটে। এই বাজারেও পুড়েছে ছয়শ’র বেশি দোকান। সোমবার আগুন লাগে উত্তরার বিজিবি মার্কেটে।

সম্প্রতি বিভিন্ন মার্কেটে আগুনের ঘটনা ষড়যন্ত্র বা নাশকতা কি না তা খতিয়ে দেখতে শনিবার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অগ্নিকাণ্ডের সঙ্গে বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাসের বিষয়টি জড়িত আছে কিনা তাও তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বঙ্গবাজারে আগুনের মধ্যে ফায়ার সার্ভিস অফিসে হামলাকারীরা নাশকতার জন্যই ওই ঘটনা ঘটিয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

তিনি বলেন, যারা ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর করেছে তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বা তদন্তে জানা গেছে, তারা উদ্দেশ্য মূলক ভাবে নাশকতার জন্য এসব করেছে। 

‘তারা বিশেষ একটি রাজনৈতিক দলের কর্মী বলে পরিচয় দিয়েছে।’ 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা কোন রাজনৈতিক দলের কর্মী এ বিষয়ে বিস্তারিত তদন্তের পর জানা যাবে। কোন উদ্দেশ্য, কেন নাশকতা - তা তদন্তে বেড়িয়ে আসবে।’ 

আগুন লাগার দিনই বঙ্গবাজার লাগোয়া ফায়ার সার্ভিসের সদর দপ্তরে হামলা চালানো হয়। ভাংচুর করা হয় ১৪টি গাড়ি। 

এ ঘটনায় বেশ কয়েকজনকে পাকড়াও করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতেই নাশকতার বিষয়টি বেরিয়ে আসছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 

ইউ

ভারতে জরুরি অবস্থা জারির নির্দেশ

অবশেষে জানা গেল সাংবাদিক শিরিন হত্যাকারীর পরিচয়

‘কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে ২৫ ভারতীয় সেনা নিহত’

 ধর্ম দিয়ে বিভাজন করা ঠিক নয়: ফখরুল

আ.লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

ফ্যাসিবাদ নিয়ে হাসনাতের কড়া হুঁশিয়ারি

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন আইন উপদেষ্টা

সুন্দরবনে চিত্রা হরিণের ৪২ কেজি মাংস জব্দ

পাখিবান্ধব নগর ও সমাজ গড়ার আহ্বান

নারীবিদ্বেষী প্রতিক্রিয়ায় উদ্বেগ অক্সফামের

‘আ.লীগ সংবিধানকে নিজেদের দলীয় সংবিধানে পরিণত করেছিল’

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশের আত্মপ্রকাশ

নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী

গরম নিয়ে আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না: সারজিস আলম