
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএমএ নেতাদের বৈঠক
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখার নেতারা।
রবিবার (১২ মার্চ) রাতে মন্ত্রীর রাজধানীর বাসভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে খুলনা চিকিৎসক নিশাত আব্দুল্লাহ এর ওপর হামলার বিষয়ে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হয়।
বৈঠকে খুলনা শাখার সভাপতি ডা. শেখ বাহারুল আলম ও সাধারণ সম্পাদক মেহেদী নেওয়াজ সঙ্গে আলোচনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব, পুলিশের একজন কর্মকর্তা ও চিকিৎসকদের একজন প্রতিনিধি নিয়ে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়। কমিটির তদন্তে যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তিনি শাস্তি ভোগ করবেন। দশ দিনের মধ্যে কমিটির তদন্ত প্রতিবেদন দেবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।
//জ//