
শিক্ষার্থীকে স্কুটি কিনে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
শিক্ষা সহজীকরণ ও এর বিস্তারের লক্ষ্যে এক শিক্ষার্থীকে স্কুটি কিনে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
শুক্রবার (১০ মার্চ) ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী শ্রাবনী আক্তারকে এই স্কুটি উপহার দেন তিনি।
স্কুটি উপহার পেয়ে উৎফুল্ল শ্রাবনী আক্তার বলেন, ‘এখন থেকে আমার শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়ত অনেক সহজ হয়ে যাবে। মন্ত্রীর এ উপহার পেয়ে আমি অত্যন্ত খুশি।’
স্বরাষ্ট্রমন্ত্রী এ পর্যন্ত ১১ টি বাইক উপহার দিয়েছেন। নিজ এলাকায় শিক্ষা বিস্তারে নতুন স্কুল কলেজ ও লাইব্রেরি প্রতিষ্ঠার পাশাপাশি পুরনো শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংস্কার করে যাচ্ছেন তিনি।
//জ//