
ফাইল ছবি
বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস এবার থেকে জাতীয় পর্যায়ে পালিত হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ফলে প্রতি বছর ১৭ অক্টোবর দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হবে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৪০তম বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রস্তাব আনা হয়েছিল লালনের তিরোধান দিবসকে জাতীয় দিবসের ‘ক’ শ্রেণিভুক্ত তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য। বৈঠকে প্রস্তাবটি অনুমোদন পায়।
এর ফলে লালন সাঁইয়ের স্মৃতি ও দর্শনকে জাতীয়ভাবে নতুন মাত্রায় তুলে ধরা সম্ভব হবে বলে মনে করছেন সংস্কৃতি অঙ্গনের সংশ্লিষ্টরা।
ইউ