
ছবি সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, চাঁদাবাজির সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকেই দেশে থাকতে দেওয়া হবে না।
শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, "কোনো চাঁদাবাজকেই দেশে থাকতে দেওয়া হবে না। যত বড় চাঁদাবাজই হোক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
এ সময় বাজারের শাক-সবজির মূল্যবৃদ্ধি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অতিবৃষ্টির কারণে শাক-সবজির দাম বেড়েছে। তবে আলুর পর্যাপ্ত মজুত রয়েছে। তিনি বলেন, "কৃষকরা ন্যায্য দাম পাচ্ছে না, মধ্যস্বত্বভোগীরা বেশি লাভ করছে। পাইকারি থেকে খুচরা বাজারে আসতে আসতেই দাম বেড়ে যাচ্ছে।"
নির্বাচন নিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সময়েই নির্বাচন হবে। জনগণ নির্বাচন চাইলে কেউ তা থামাতে পারবে না।"
স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যে চাঁদাবাজি বিরোধী সরকারের কঠোর অবস্থান এবং কৃষক-বান্ধব নীতির প্রতিফলন দেখা গেছে।
ইউ