ঢাকা, বাংলাদেশ

রোববার, , ১০ আগস্ট ২০২৫

English

জাতীয়

নারীর রাজনীতিতে প্রতিবন্ধকতা কমানোর তাগিদ

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩১, ১০ আগস্ট ২০২৫

নারীর রাজনীতিতে প্রতিবন্ধকতা কমানোর তাগিদ

ছবি: উইমেনআই২৪ ডটকম

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, বাংলাদেশের নারীর ক্ষমতায়ন ও সুযোগ সম্প্রসারণে সরকার অঙ্গীকারবদ্ধ। রাজনীতির ময়দান থেকে নির্বাচনী মাঠে নারীর জন্য প্রতিবন্ধকতাগুলো কমাতে হবে।

রবিবার (১০ আগস্ট) রাজধানীর  কৃষিবিদ ইনস্টিটিউশনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই) আয়োজনে , ইউকেএইড এর অর্থায়নে বি স্পেস প্রকল্পের আওতায় ইলেকশন ক্যাম্পেইন  ফান্ডিং  উইমেন  কেন্ডিডেট অর্ডিন্যান্স  শীর্ষক    নারী প্রার্থীদের জন্য সরকারি তহবিল বিষয়ক ঐতিহাসিক পলিসি ডায়ালগের খসড়ায় অর্ডিন্যান্স' শীর্ষক সংলাপে   প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 

সংলাপে বিভিন্ন স্টেকহোল্ডারের মতামতের প্রশংসা করে তিনি বলেন, এই সংলাপ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা নারীর ক্ষমতায়ন ও জাতীয় নেতৃত্বকে শক্তিশালী করার সংস্কারে সব রাজনৈতিক দলের একসাথে এগিয়ে আসার অঙ্গীকার বহিঃপ্রকাশ। 

এতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নির্বাচন কমিশন, নারী সংস্কার কমিশনের সদস্য, কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সদস্য, জুলাই কন্যা , মিডিয়া ব্যক্তিত্ব  এবং নাগরিক সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সংলাপে প্রস্তাবিত ইলেকশন ক্যাম্পেইন  ফান্ডিং  উইমেন  কেন্ডিডেট অর্ডিন্যান্স  বিষয়ক আলোচনায় বলা  হয়,  নারী প্রার্থীদের জন্য লিঙ্গ সংবেদনশীল সরকারি তহবিল কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে সহজ আবেদন প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকতে হবে। এছাড়া  প্রক্রিয়া স্বচ্ছতা নিশ্চিতের জন্য শক্তিশালী মনিটরিং ব্যবস্থারও প্রস্তাব দেওয়া হয় । 

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর মূখ্য পরিচালক ড. মোঃ আব্দুল আলীম খসড়া অর্ডিন্যান্স উপস্থাপনা এবং এর প্রত্যাশিত প্রস্তাব নিয়ে আলোচনা করেন।

বক্তারা সবাই একমত পোষণ করেন যে, এই উদ্যোগ অন্তর্ভুক্তিমূলক ও প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থাপনাটি সমর্থন জানিয়ে এর বিষয়বস্তু পরিমার্জন ও পাশের পর দ্রুত বাস্তবায়নের অঙ্গীকার করেন। নির্বাচন কমিশনও নিশ্চিত করেন যে, এটি গৃহীত হলে তা বাস্তবায়নের জন্য তারা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। 

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অফ পার্টি (COP) ক্যাথরিন সিসিল বলেন, আন্তর্জাতিক গবেষণা থেকে দেখা যায় যে, সরকারি তহবিলের কারণে নারীদের রাজনৈতিক প্রতিনিধিত্ব উল্লেখযোগ্যভাবে বেড়েছে । বর্তমানে বাংলাদেশের গণতান্ত্রিক প্রেক্ষাপট পুনর্গঠনের একটি যুগান্তকারী সুযোগ রয়েছে। সুতরাং সরকারি তহবিল নারীদের সুযোগের সমতা নিশ্চিত করবে এবং সামনে এগিয়ে যেতে সহায়তা করবে।

এছাড়াও সংলাপে অংশ নেন 

তাসনিম জারা – জাতীয় নাগরিক দল – সিনিয়র যুগ্ম সদস্য সচিব, 

 অ্যাডভোকেট হুমায়রা নূর – জাতীয় নাগরিক দল – যুগ্ম সম্পাদক, 

 নজরুল ইসলাম খান – বাংলাদেশ জাতীয়তাবাদী দল – সদস্য, জাতীয় স্থায়ী কমিটি, 

সালিমা রহমান – বাংলাদেশ জাতীয়তাবাদী দল – সদস্য, জাতীয় স্থায়ী কমিটি, শিরিন সুলতানা – বাংলাদেশ জাতীয়তাবাদী দল – স্বনির্ভর বিষয়ক সম্পাদক,  সাইফুল আলম খান – জামায়াতে ইসলামী নেতা, 

ববি হাজ্জাজ – জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) – প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, 

 সাইফুল হক – বিপ্লবী ওয়ার্কার্স পার্টি – সাধারণ সম্পাদক,  শাহীন আনাম – মানুষের জন ফাউন্ডেশন –  নির্বাহী পরিচালক, বদিউল আলম মজুমদার – জাতীয় ঐক্যমত্য কমিশন – সদস্য,  সুমাইয়া ইসলাম - মহিলা সংস্কার কমিশন - সদস্য, মোঃ আব্দুল কাদের প্রিন্স – ক্যাম্পেই, 

 আয়েশা সিদ্দিকা সৃষ্টি – যুবনেতা – কর্মী, শাহজাদী ফান্নানা কথা – যুবনেতা – কর্মী, রোকেয়া আক্তার – যুবনেতা – কর্মী, সামন্ত – যুব নেতা – কর্মী,  আবুল ফজল মুহাম্মদ সানাউল্লাহ - নির্বাচন কমিশন (ইসি) - নির্বাচন কমিশনার, মেরিনা সুলতানা - আইন মন্ত্রণালয় - লেজিসলেটিভ ও সংসদীয় বিভাগ, নিলুফার চৌধুরী মনি – বিএনপি প্রমুখ।

ইউ

ড. ইউনূস-খালা শেখ হাসিনা বিরোধে ক্ষতিগ্রস্ত আমি: টিউলিপ

১০০ টাকার নতুন নোট আসছে মঙ্গলবার

নারীর রাজনীতিতে প্রতিবন্ধকতা কমানোর তাগিদ

মার্কিন শুল্কে ভারতের পোশাক শিল্পে ধস, বাংলাদেশ লাভবান

পরিবহন ধর্মঘট প্রত্যাহার

২০২৬ সালের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু: প্রেস সচিব

আর্থিক খাতকে রাজনীতির ঊর্ধ্বে রাখার তাগিদ গভর্নরের

কোরিয়ার কাছে হেরে শঙ্কায়, তবু আশা বেঁচে বাংলাদেশের

মৃত শিশুর শরীরে দেখা গেল আঘাতের চিহ্ন, সৎ মা আটক

স্বাস্থ্যসেবার মান উন্নয়নে জাতীয় সম্মেলন

ফাউন্ডেশনের ভুলে বাড়ছে বয়সের ছাপ

এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

পুলিশের লুট হওয়া অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনী নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কিনছে সরকার

দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন