
ফাইল ছবি
রাজধানীর পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে একটি আবাসন প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা ও গুলিবর্ষণের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
১২ জুলাই (শনিবার) রাতে মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিলয় হোসেন বাপ্পী, মামুন মোল্লা ও মোহাম্মদ রায়হানকে আটক করা হয়।
ঘটনার বিবরণ
-
শুক্রবার (১২ জুলাই) বিকেলে পল্লবীর এ কে বিল্ডার্সে সন্ত্রাসীদের হামলা।
-
হামলাকারীরা ৪টি গুলি করে, যা থেকে প্রতিষ্ঠানের কর্মকর্তা শরিফুল ইসলাম আহত হন।
-
প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. কাইউম আলী খান জানান, জামিল নামে এক ব্যক্তি ৩ সপ্তাহ আগে থেকে ৫ কোটি টাকা চাঁদা চাচ্ছিল।
-
এর আগে ২৭ জুন ও ৪ জুলাই দুই দফায় হামলা করে সিসি ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম লুট করে নেয় সন্ত্রাসীরা।
পুলিশের তদন্ত
-
গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।
-
মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার সালেহ্ মুহম্মদ জাকারিয়া ঘটনাটি নিশ্চিত করেছেন।
-
পল্লবী থানায় জিডি দায়ের করেছে প্রতিষ্ঠানটি।
আহত শরিফুল ইসলামকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ বলছে, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ইউ