
প্রতীকী ছবি
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক পতিতালয় থেকে ১০ বাংলাদেশিসহ ১৪ বিদেশি নারী উদ্ধার করেছে স্থানীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
৯ জুলাই (বুধবার) জালান পেতালিং এলাকায় অভিযান চালিয়ে তাদের জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করা হচ্ছিল বলে প্রমাণ পাওয়া গেছে।
উদ্ধারদের বিবরণ
-
বাংলাদেশি: ১০ জন (১৮-৩৬ বছর বয়সী)
-
ভারতীয়: ৩ জন
-
ইন্দোনেশীয়: ১ জন
কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিরেক্টর ওয়ান সৌপি ওয়ান ইউসুফ জানান, এক ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, প্রেমিক তাকে বিক্রি করে দিয়েছিল। পতিতালয়টি সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত চালু থাকত এবং পথচারীদের টার্গেট করে খদ্দের সংগ্রহ করা হতো।
আটক ও তদন্ত
-
৩ স্থানীয় ব্যক্তিকে মানবপাচার ও অভিবাসন আইনে আটক করা হয়েছে।
-
১৬ খদ্দের আটক: ৯ নেপালি, ২ বাংলাদেশি ও ৫ মিয়ানমারের নাগরিক।
-
প্রতি সেবার জন্য ৬০ রিঙ্গিত (প্রায় ১,১০০ টাকা) আদায় করা হতো।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকৃত নারীদের নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে এবং তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
ইউ