
ছবি সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, "নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না। দুই মাস আগে সবাইকে জানানো হবে।"
প্রধান বিবৃতি:
-
নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি
-
ভোটের ২ মাস আগে তারিখ ও বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে
-
প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি পুনরুদ্ধারের আহ্বান
-
৯১, ৯৬ ও ২০০১ সালের মতো সুষ্ঠু নির্বাচন আয়োজনের আশ্বাস
প্রস্তুতি ও প্রত্যাশা:
সিইসি নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, "আমরা প্রমাণ করবো সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব।" তিনি সাংবাদিকদের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে সচেতনতামূলক কর্মসূচি চালানোরও ঘোষণা দেন।
প্রেক্ষাপট:
গতকাল সিইসি ঘোষণা দিয়েছিলেন, গত তিন নির্বাচনকে 'সুন্দর' বলে মূল্যায়নকারী বিদেশি পর্যবেক্ষকদের এবার আমন্ত্রণ জানানো হবে না।
অনুষ্ঠানের বিবরণ:
রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সভাপতি কাজী জেবেল ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী উপস্থিত ছিলেন।
ইউ