
সংগৃহীত ছবি
তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে সিরিজ নির্ধারণী লড়াইয়ে শ্রীলঙ্কা ২৮৫ রানের বড় পুঁজি দাঁড় করিয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) পাল্লেকেলেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।
শুরুতেই উইকেট হারায় শ্রীলঙ্কা। ৬ বলে ১ রান করা নিশান মাদুশকাকে আউট করেন তানজিম হাসান সাকিব। এরপর পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস মিলে ৫৬ রানের জুটি গড়েন। ৩৫ রান করা নিশাঙ্কাকে ফেরান তানভীর ইসলাম।
এরপর কামিন্দু মেন্ডিস ১৬ রান করে আউট হন মেহেদী হাসান মিরাজের বলে। তবে কুশল মেন্ডিস ও আসালাঙ্কা দৃঢ়তা দেখান। আসালাঙ্কা ৬০ বলে ফিফটি করেন এবং কুশল মেন্ডিস ৯৫ বলে তুলে নেন সেঞ্চুরি—যা ওয়ানডেতে তার ষষ্ঠ ও বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় শতক।
এই দুই ব্যাটার গড়েন ১২৪ রানের জুটি। দলীয় ২২৪ রানে ৫৮ রান করে আউট হন আসালাঙ্কা। এরপর দ্রুত আরও তিন উইকেট হারায় শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস ১১৪ বলে ১২৪ রান করে আউট হন।
শেষ দিকে ওয়ানিন্দু হাসারাঙ্গা ১৪ বলে ১৮ এবং দুষ্মন্থ চামিরা ৮ বলে ১০ রান করে অপরাজিত থাকেন। সব মিলিয়ে শ্রীলঙ্কা ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে করে ২৮৫ রান।
বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ নেন ২টি করে উইকেট।
//এল//