
ফাইল ছবি
বাংলাদেশ ব্যাংক ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত ও আহতদের সহায়তায় ২৫ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এ তহবিল থেকে শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা ও আহতদের চিকিৎসা ব্যয় নির্বাহ করা হবে।
মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। কেন্দ্রীয় ব্যাংক নিজস্ব তহবিল থেকে ১৪ কোটি টাকা দেবে, বাকি ১১ কোটি টাকা ১১টি বাণিজ্যিক ব্যাংক থেকে সংগ্রহ করা হবে। প্রতিটি ব্যাংক ১ কোটি টাকা করে এ তহবিলে যোগান দেবে।
বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। এর আগে, শীর্ষ অবস্থানকারী ১১টি ব্যাংকের এমডিদের সঙ্গে আলাদা বৈঠক করে গভর্নর তাদের সহায়তার আহ্বান জানান। সংশ্লিষ্ট ব্যাংকগুলো তাদের পরিচালনা পর্ষদের অনুমোদন সাপেক্ষে তহবিল হস্তান্তর করবে।
এ অর্থ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন-এর মাধ্যমে বিতরণ করা হবে। জুলাই যোদ্ধাদের জন্য আলাদা তহবিল গঠনের দাবি দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ব্যাংকের একাংশের কর্মকর্তাদের পক্ষ থেকে উঠে আসছিল। প্রক্রিয়া শেষে তা বাস্তবায়নের পথে এগোচ্ছে।
ইউ