
ছবি সংগৃহীত
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গত তিনটি সংসদ নির্বাচনকে "সুন্দর ও গ্রহণযোগ্য" বলে সার্টিফিকেট দেওয়া বিদেশি পর্যবেক্ষকদের অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (৮ জুলাই) কানাডার রাষ্ট্রদূত অজিত সিংয়ের সঙ্গে বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন।
কাদের বাদ দেওয়া হবে?
সিইসি সাংবাদিকদের বলেন, "গত তিনটি নির্বাচনে যারা সার্টিফিকেট দিয়েছে—'খুব সুন্দর, ক্রেডিবল নির্বাচন হয়েছে', তাদের নেব কেন? যাদের অভিজ্ঞতা ও বিশ্বাসযোগ্যতা আছে, শুধু তাদেরই আমন্ত্রণ জানানো হবে।" তিনি জানান, ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) পর্যবেক্ষণ মিশনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
কানাডার সঙ্গে আলোচনা:
কানাডীয় হাইকমিশনার নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে সিইসি তাকে ভোটার সচেতনতা ক্যাম্পেইন, পোলিং স্টাফ ও এজেন্টদের প্রশিক্ষণ, এবং পর্যবেক্ষকদের প্রস্তুতির কথা জানান। নারী ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়। কানাডা নির্বাচনী প্রক্রিয়ায় সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে বলেও তিনি উল্লেখ করেন।
ভোটের সময়সীমা ও নতুন চ্যালেঞ্জ:
ভোটের সময়সীমা বাড়ানো নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়ে সিইসি বলেন, "নির্বাচনের দুই মাস আগে সময়সীমা ঘোষণা করা হবে।" এছাড়া, তিনি এআই প্রযুক্তির অপব্যবহারকে ভোটারিপক্ষে বড় হুমকি হিসেবে চিহ্নিত করেন।
প্রেক্ষাপট:
গত কয়েকটি জাতীয় নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে বিরোধী দলগুলোর সমালোচনা ছিলো তীব্র। এবার শুধু "নিরপেক্ষ ও বিশ্বস্ত" পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তকে নির্বাচনী স্বচ্ছতা বাড়ানোর পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
ইউ