ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, , ৩০ সেপ্টেম্বর ২০২৫

English

জাতীয়

নারী ও শিশু নির্যাতন রোধে ভুক্তভোগীর সুরক্ষা নিশ্চিতের দাবি

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ১০:৪৯, ১৫ মার্চ ২০২৫

নারী ও শিশু নির্যাতন রোধে ভুক্তভোগীর সুরক্ষা নিশ্চিতের দাবি

সংগৃহীত ছবি

সাম্প্রতিক সময়ে দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানী ও ধর্ষণ বিরোধী আন্দোলনের শান্তিপূর্ণ প্রতিবাদ না করতে দেয়া এবং আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ ও ঘটনাগুলো সুষ্ঠু তদন্তসহ দোষী ব্যক্তিদের শাস্তি ও ভুক্তভোগী ব্যক্তির নিরাপত্তার জোর দাবি জানিয়েছে ব্লাস্ট। একই সাথে নারী নির্যাতন ঘটনা রোধ এবং নারীদের স্বাধীন চলাফেরা এবং সিদ্ধান্ত নেয়ার অধিকার রক্ষার জাতীয় সংলাপ এবং উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে । 
 শুক্রবার এক বিবৃতিতে এ দাবি জানায় ব্লাস্ট।
 বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা, যৌন হয়রানি, অপহরণ, শারীরিক নির্যাতন ও অনলাইন সহিংসতার ঘটনা উঠে এসেছে, যা সমাজে নারীদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। ভুক্তভোগীদের প্রতি বিদ্যমান সামাজিক দৃষ্টিভঙ্গি যেমন, চরিত্রহনন ও ভিকটিম ব্লেমিং (ভুক্তভোগী দোষারোপ) বন্ধ করা, পাশাপাশি ন্যায়বিচার নিশ্চিত করতে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়সঙ্গত বিচার প্রক্রিয়া নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ব্লাস্ট দাবি জানাচ্ছে যে, দোষীদের জবাবদিহিতা নিশ্চিত করতে কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভুক্তভোগী ব্যক্তিদের জন্য মানসিক ও আইনি সহায়তা এবং পুনর্বাসনের সুযোগ বৃদ্ধি করা প্রয়োজন।

এভাবে নারী ও শিশুদের প্রতি সহিংসতা বাংলাদেশের সংবিধান, বিদ্যমান আইন বিশেষত নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩); শিশু আইন ২০১৩, দণ্ডবিধি, বাল্যবিবাহ প্রতিরোধ আইনসহ নির্যাতন প্রতিরোধের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন আইন ও নারীর প্রতি বৈষম্য বিলোপ সনদ (সিডো) অনুসারে নারীর সমতা, ব্যক্তি স্বাধীনতা, চলাফেলার স্বাধীনতা এবং বাক স্বাধীনতা অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। 
 
উল্লেখ্য, যৌন ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং ধর্ষণ অপরাধে ভুক্তভোগী ব্যক্তির সুরক্ষা নিশ্চিতকরণে ধর্ষণ আইন সংস্কার জোটের পক্ষ থেকে সমসাময়িক ও বর্তমান প্রেক্ষাপটকে বিবেচনায় নিয়ে পরিমার্জিত রূপে দাবীসমূহ বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। এ প্রেক্ষিতে, ব্লাস্ট বিশ্বাস করে, শিশু আছিয়াসহ সকল নির্যাতিত নারীর প্রতি প্রকৃত সম্মান জানাতে হলে, কেবল শাস্তির দাবি নয়, বরং বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বৈবাহিক ধর্ষণকে আইনের আওতায় আনা, ভুক্তভোগীদের মানসিক ও আইনি সহায়তা জোরদার করা, এবং সহায়তা কেন্দ্র ও ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করতে হবে।

//এল//

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

খাগড়াছড়িতে মারমা কিশোরী ধর্ষণ, নারীপক্ষের নিন্দা

গণতন্ত্রে মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার

বিশ্ব হৃদপিণ্ড দিবস: স্পন্দন ধরে রাখতে চাই সতর্কতা

ফ্লাইওভার থেকে ট্রাক পড়ে গেল রিকশাচালকের প্রাণ

আনিসুল হকের পিএসের ১১৪ অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

তিন প্রকল্পে বাংলাদেশকে ৩,৬২৯ কোটি টাকা দেবে এডিবি

শীঘ্রই কর্মস্থলে সন্তান নেওয়ার আইনি অধিকার পাচ্ছেন নারী

নভেম্বর থেকে টিসিবির তালিকায় চাসহ ৪ নতুন পণ্য

সাকিবের বিরুদ্ধে অর্থপাচার অনুসন্ধানে নতুন কর্মকর্তা দুদকের

শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তা করতে চায় যুক্তরাজ্য: সারাহ কুক

আ.লীগের ২ সাবেক এমপিসহ ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ৭৯তম জন্মদিন

খাগড়াছড়িতে দুষ্কৃতকারীদের হামলায় ৩ পাহাড়ি নিহত

হাজী সেলিমের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান