
ডিআরইউতে অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
আজ ১৪ অক্টোবর, ২০২৩ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে অনুসন্ধানী বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
রাজধানীর সেগুন বাগিচায় ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী এবং অনুসন্ধানী সাংবাদিক ও প্রশিক্ষক বদরুদ্দোজা বাবু।
ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। ডিআরইউর তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেলের সঞ্চালনায়, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন ও কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ উপস্থিত ছিলেন।
বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৭০ জন সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।
//এল//