
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির পিতা শেখ মুজিবুর রহমান
ক্যালেন্ডারে জানুয়ারির দশ
ফুটলো গোলাপ, ফুটলো গো কসমস।
নদীর ঘাটে নৌকা সারি সারি
বঙ্গবন্ধু আজ ফিরবেন বাড়ি।
এলেন তিনি বাংলাদেশের কোলে
লাল সবুজের পতাকাটা কী খুশিতে দোলে!
পাকিস্তানের মৃত্যু শীতল ভয়
তুচ্ছ করে এলেন মুজিব, জয় বাংলার জয়।
আনন্দ তাই আজকে বাড়াবাড়ি
বঙ্গবন্ধু ফিরলো আপন বাড়ি।
তাঁর বরণে লক্ষ লোকের ঢল।
মধুমতি নদীর জলও খুশিতে টলমল।
বাংলাদেশের অঙ্গে সবুজ শাড়ি
শেখ মুজিবুর আজ ফিরলেন বাড়ি।
অর্জিত আজ বাংলাদেশের জয়
জানুয়ারির দশ তারিখও এক ইতিহাস হয়।
//জ//