
গোল্ডেন বল হাতে লিওনেল মেসি
খেলা তো নয় মহাকাব্য,
অপূর্ব এক ম্যাচ-ই!
মহানায়ক আর কেউ নয়
বিশ্ব সেরা মেসি।
আর্জিন্টিনা করলো কী না!
দুরন্ত পাস,কিক!
গোল্ডেন কাপ মেসির হাতে
ঠিক একদম ঠিক
শ্বাসরুদ্ধ করা খেলা
প্রাণ করে ধুকধুক,
মেসির গোলের যাদু শেষে
ঠাণ্ডা হলো বুক।
গোল কিপার মার্টিনেজ,
কী যাদু ওর হাতে!
গুলির মতো তেড়ে আসা
বলটা নিয়ে মাতে!
কাতারে ভাই কাতার বেঁধে
নীল সাদা চিকচিক।
সোনার বলও মেসিই পেলো
ঠিক একদম ঠিক।
//জ//