
স্বাধীনতার মূল্য
ক্যালেন্ডারে ডিসেম্বরের ষোল তারিখ,
উড়িয়ে দিলাম লাল সবুজের পতাকা।
শ্রদ্ধা ভরে স্মরণ করি সেই শহীদের,
যাদের বুকের রক্তে হলো পথ আঁকা।
বাংলাদেশের জন্ম হলো যাদের ঋণে
রক্ত দিয়ে স্বাধীনতা আনলো কিনে,
দিনগুলো সব বছর হলে, বছরগুলো
যুগ পেরোলেও সবাই যেন তাঁদের চিনে।
স্বাধীনতার মূল্য অনেক, ভীষণ দামী
বুকের ভেতর রাখতে হবে যতন করে।
শহীদ যাঁরা, তাদের স্মৃতি আঁকড়ে ধরে
রাখবো সবাই হৃদয় মাঝে রতন করে।