
ফাইল ছবি
আজকের নারীরা শুধু ঘরের চার দেয়ালে সীমাবদ্ধ নন—তারা ঘর সামলানো ও স্বাবলম্বী হওয়ার মধ্যে গড়ে তুলছেন একটি সুন্দর ভারসাম্য। পরিবারকে সময় দেয়ার পাশাপাশি নিজেকে স্বাবলম্বী করে তোলাও এখন অনেক নারীর কাছে অগ্রাধিকার। কর্মজীবী নারী হোন বা গৃহিণী, চেষ্টার মধ্য দিয়ে তারা নিজস্ব পরিচয় গড়ে তুলছেন।
বিশেষজ্ঞরা বলছেন, নারী যদি পরিবার ও কর্মজীবনের ভারসাম্য বজায় রেখে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যান, তাহলে ঘর সামলানোর পাশাপাশি আর্থিক স্বাবলম্বিতাও অর্জন করা সম্ভব। এর জন্য প্রয়োজন নিজের সময়কে সঠিকভাবে ভাগ করা, প্রয়োজনীয় দক্ষতা অর্জন, অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম ব্যবহার ও পারিবারিক সমর্থন।
অনেক নারীই এখন ঘরে বসেই উদ্যোক্তা হচ্ছেন। কেউ ঘরে খাবার তৈরি করে হোম ডেলিভারি সার্ভিস চালু করছেন, কেউ বা হাতে তৈরি পণ্য অনলাইনে বিক্রি করছেন। সেলাই, ডিজাইন, কনটেন্ট লেখা, অনলাইন টিউশন কিংবা সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনার মতো কাজগুলো ঘরে বসে সহজেই আয় করার পথ খুলে দিয়েছে।
ঢাকার মিরপুরের রিমি আক্তার দুই সন্তানের মা। স্বামী চাকরিজীবী, আর তিনি বাসায় থেকেই শুরু করেছেন কেক বানানোর ছোট্ট ব্যবসা। রিমি বললেন, ‘সকালে সন্তানদের স্কুলে দিয়ে বাসার কাজ শেষ করে বিকাল থেকে অর্ডার অনুযায়ী কেক বানাই। দিনে ৪-৫টা কেক বিক্রি করি, এখন মাসে ৩০-৪০ হাজার টাকা আয় হচ্ছে।’
শুধু আয় নয়, এই ধরণের কাজ নারীদের আত্মবিশ্বাসও বাড়াচ্ছে। পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে অর্থনৈতিকভাবে সমান অবদান রাখার ফলে তারা আরও মর্যাদা পাচ্ছেন। এ ছাড়া সন্তানদের মধ্যেও মায়ের এই উদ্যম একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে।
যারা নতুন করে কিছু শুরু করতে চান, তাদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। অনেক বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও ও সরকারি প্রকল্প থেকে নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ দেয়া হচ্ছে। অনলাইন প্ল্যাটফর্মেও রয়েছে নানা কোর্স-যেগুলো ঘরে বসেই শেখা যায়।
সমাজবিজ্ঞানীরা বলছেন, নারীদের এই স্বাবলম্বিতার যাত্রা শুধু ব্যক্তি নয়, সমাজ ও অর্থনীতিকেও এগিয়ে নিচ্ছে। তবে এর জন্য প্রয়োজন পরিবার থেকে সহায়তা এবং নারীর নিজের ভিতরের সাহস ও আগ্রহ।
সার্বিকভাবে বলতে গেলে, পরিবার সামলে একজন নারীও হতে পারেন দক্ষ উদ্যোক্তা, সফল পেশাজীবী কিংবা নিজের পরিচয়ে গড়ে ওঠা একজন পূর্ণ মানুষ। প্রয়োজন শুধু সময় ব্যবস্থাপনা, আত্মবিশ্বাস এবং একটুখানি সাহস। সেই সাহসে ভর করেই নারীরা বদলে দিচ্ছেন নিজেদের জীবনের চিত্র।
ইউ