
ছবি: উইমেনআই২৪ ডটকম
পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে কালিকাপ্রসাদ এলাকায় অবস্থিত মেসার্স হাবিব এন্টারপ্রাইজকে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ১৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়।
রবিবার (৬ জুলাই) কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ এলাকায় উপজেলা প্রশাসন, ভৈরব ও পরিবেশ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভৈরব উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. রিদওয়ান আহমেদ রাফি।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো. মমিন ভূঁইয়া উপস্থিত থেকে প্রসিকিউশন প্রদান করেন। এ সময় উপস্থিত সাধারণ মানুষের মাঝে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও আইন মানার আহ্বান জানানো হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় ভৈরব থানা পুলিশের একটি চৌকস দল সহায়তা প্রদান করে।
পরিবেশ রক্ষায় পরিবেশ অধিদপ্তরের এমন অভিযান নিয়মিতভাবে চলবে।
ইউ