
সংগৃহীত ছবি
বাংলাদেশের পর্যটন ও হস্পিটালিটি সেক্টরের পরিচিত মুখ জহিরুল ইসলাম (ডালটন জহির) আন্তর্জাতিক ইকোট্যুরিজম সোসাইটির ২০২৫-২০২৮ মেয়াদের জন্য পর্তুগালের সভাপতি এবং ইউরোপের প্রধান নির্বাচিত হয়েছেন।
দ্য ইন্টারন্যাশনাল ইকোট্যুরিজম সোসাইটি ফিলিপাইনস ইনকর্পোরেটেডের প্রতিষ্ঠাতা ও সিইও ভিলমা ডি. সি. মেন্ডোজা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
ডালটন জহির ইউরোপিয়ান আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর বাংলাদেশ প্রতিনিধি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম স্ট্যান্ডিং কমিটির (২০২৩-২০২৫ মেয়াদে) কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন ।
চাঁদপুরের মতলব উত্তর থানার লুধুয়া গ্রামের কৃতি সন্তান ডালটন জহির শিক্ষা জীবনে পত্রিকায় লেখালেখির মাধ্যমে সাংবাদিকতায় তার হাতেখড়ি হয়।
এফবিসিসিআইয়ের সদস্য ট্যুরিজম এন্ড হসপিটালিটি ডেভেলপমেন্ট বাংলাদেশ স্ট্যান্ডিং কমিটির এই সদস্য হস্পিটালিটি, পর্যটন, জনসংযোগ, গণমাধ্যম, ব্র্যান্ডিং, বিক্রয়, বিপণন ও পরিচালনায় কাজ করে চলেছেন।
//এল//