
সংগৃহীত ছবি
ড. গোলাম মহিউদ্দিন স্মৃতি সাংস্কৃতিক উৎসব - ২০২৫ এর পুরস্কার পেলেন ৮৬ ছাত্রছাত্রী, ১৫ বিচারক ও ৪০ স্বেচ্ছাসেবক।
আজ শুক্রবার (১৮ এপ্রিল) মহাখালী টি এন্ড টি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ে . গোলাম মহিউদ্দিন স্মৃতি সাংস্কৃতিক উৎসব - ২০২৫ এর পুরস্কার প্রদান করা হয়।
বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক উৎসব কমিটির আহবায়ক অধ্যাপক এ এন রাশেদা-র সভাপতিত্বে ও সদস্য সচিব শান্তনু কুমার দাস-এর পরিচালনায় ৮৬ জন ছাত্রছাত্রী, ১৫ জন বিচারক ও ৪০ জন স্বেচ্ছাসেবককে এই পুরস্কা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টি এন্ড টি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরে আলম ছিদ্দিকী, ড. গোলাম মহিউদ্দিন স্মৃতি গ্রন্থাগার এর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদশাসহ অন্যান্য অতিথিরা। এবারের সাংস্কৃতিক প্রতিযোগিতায় চিত্রাঙ্কন, আবৃত্তি, নৃত্য, সঙ্গীত, একক নাটক, উপস্থিত বক্তৃতা, নির্ধারিত বক্তৃতা ও রচনা লিখন অন্তর্ভুক্ত ছিল যা পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের মনোজাগতিক বিকাশের জন্য অপরিহার্য বলে অতিথিবৃন্দ উল্লেখ করেন।
প্রকৌশলী ড. গোলাম মহিউদ্দিন-এর স্মৃতিতে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয় তাঁর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। এরপর তাঁর জীবনী পাঠ করেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী শিখা সেন গুপ্তা। সরদার আবদুল করিমের সঞ্চালনা এবং ইউডা-র সঙ্গীত বিভাগের শিক্ষক মীর হেদায়েতুল বাকি ও সন্দীপা বিশ্বাসের পরিকল্পনায় পুরস্কারপ্রাপ্ত ছাত্রছাত্রী এবং বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বাড্ডা শাখার শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা সকলকে মুগ্ধ করে। সবশেষে সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
//এল//