
সংগৃহীত ছবি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে হলের নাম পরিবর্তনের বিরোধিতা করায় বিশ্ববিদ্যালয় প্রশাসন একই হলের ১৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে। এ ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়ে গণতান্ত্রিক অধিকার কমিটি।
আজ শুক্রবার এক বিবৃতিতে বলা হয়- ' বিশ্ববিদ্যালয়গুলো হওয়া উচিত গণতান্ত্রিক চর্চার কেন্দ্র। কিন্তু গত ১৫ বছর আওয়ামী শাসনামলে বিশ্ববিদ্যালয়গুলোতেও একটা ফ্যাসিবাদী পরিবেশ তৈরি করা হয়েছিল। প্রশাসনের দলীয়করণ, ছাত্রলীগের দখলদারিত্ব, দূর্নীতি-লুটপাটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোকে জিম্মি করা হয়েছিল। এই আওয়ামীকরণের অংশ ছিল রাজনৈতিক বিবেচনায় আবাসিক হল ও অন্যান্য স্থাপনার নামকরণ। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীতে আমরা আশা করেছিলাম সন্ত্রাস দখলদারিত্ব, দলীয়করণমুক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে। কিন্তু অনেকক্ষেত্রেই পূর্বের ধারাবাহিকতা লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্থাপনার নাম পরিবর্তনের ক্ষেত্রে আবারও রাজনৈতিক বিবেচনায় নামকরণ করতে দেখা গেছে। শিক্ষার্থীরা এগুলোর বিরোধিতা করলে তাদের বহিষ্কার করা হচ্ছে।
গত জানুয়ারি মাসে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬টি স্থাপনার নাম পরিবর্তন করা হয়। তার মধ্যে ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম 'জুলাই ৩৬' করলে অনেক শিক্ষার্থী এ প্রস্তাবনার বিরোধিতা করে। হলের নাম পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থীদের মতামত না নেয়ায় তারা তার প্রতিবাদ করে।এছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে নাম পরিবর্তন করে বীর কন্যা প্রীতিলতা বা শহীদ জননী জাহানারা ইমামের নামে অথবা অন্য কোন মহীয়সী নারীর নামে করার প্রস্তাব করা হয়। ইতোমধ্যে বেশকিছু জায়গায় এক রাজনৈতিক দলের নাম পরিবর্তন করে আরেক রাজনৈতিক দলের নাম দেয়ার ঘটনায় শিক্ষার্থীরা এমনিতেই বিক্ষুব্ধ ছিল। প্রশাসনের এই সিদ্ধান্তের বিরোধিতা করায় বিরোধিতাকারী প্রায় সকল শিক্ষার্থীদের বহিষ্কার করা হল। প্রশাসনের যে কোন সিদ্ধান্তের যে কেউ বিরোধিতা করতে পারে- এটাই গণতান্ত্রিক সংস্কৃতি। কিন্তু বিরোধিতা করার জন্য গণহারে শিক্ষার্থী বহিষ্কার পুরনো স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ। এই ঘটনা গণঅভ্যুত্থান পরবর্তীতে বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন করে প্রশাসনিক কতৃত্বের উদাহরণ তৈরি করবে বলে আমরা উদ্বেগ প্রকাশ করছি। বাকৃবি প্রশাসনের শিক্ষার্থী বহিষ্কারের সিদ্ধান্তের আমরা প্রতিবাদ জানাই এবং পূনর্বিবেচনা করে গনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করার আহবান জানাই ।
//এল//