ঢাকা, বাংলাদেশ

রোববার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪

English

শিক্ষা

চুয়েট বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪০, ২৫ এপ্রিল ২০২৪

চুয়েট বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

ফাইল ছবি

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেল ৫টার মধ্যে ছাত্র ও শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ৯টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে এ নির্দেশনা দেয়া হয়েছে।

প্রসঙ্গত, ২২ এপ্রিল (সোমবার) বিকালে বেপরোয়া গতির বাসের ধাক্কায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থীর নিহতের ঘটনায় বাস চালকের বিচারসহ সাত দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে চুয়েট ক্যাম্পাসের সামনে গাছ ফেলে চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়ক অবরোধ করে তারা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় টায়ার পুড়িয়ে বিক্ষোভ করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা সাত দফা দাবি তুলে ধরেন। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ফুয়াদ ইকবাল সংবাদ সম্মেলনে সাত দফা দাবি উত্থাপন করেন।

দাবিগুলো হলো: পলাতক আসামি খুনি ড্রাইভারকে দ্রুত গ্রেফতার করতে হবে। শাহ আমানত বাস কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ভুক্তভোগী পরিবারকে যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। আহত শিক্ষার্থীর সকল চিকিৎসার দায়িত্ব সকল শাহ আমানত বাস কর্তৃপক্ষকে নিতে হবে। চট্টগ্রাম কাপ্তাই মহাসড়কে দ্রুত প্রশস্তকরণ কার্যক্রম শুরু এবং দূরপাল্লার বাস ব্যতীত সকল লোকাল বাস চলাচল নিষিদ্ধ করতে হবে। সেই সঙ্গে চুয়েট মেডিকেল সেন্টারের সকল প্যাথলজিক্যাল পরীক্ষা, এক্সরে, ইসিজি আধুনিক যন্ত্রপাতি নিশ্চিতের দাবি জানানো হয়। অ্যাম্বুলেন্স সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা অনুপাতে অপ্রতুল হওয়ায় অতি দ্রুত শিক্ষার্থীদের জন্য ৪ টি অ্যাম্বুলেন্স নিশ্চিত করাসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

এ সব দাবি লিখিতভাবে আদায় না হওয়া পর্যন্ত সব প্রকার শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে এবং আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থীরা।

সোমবার (২২ এপ্রিল) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের সেলিমা কাদের কলেজ গেট এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শান্ত সাহা ও তৌফিক হোসেন নামে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই ছাত্র নিহত হন।

এদিকে, বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা যায়, স্লোগানে স্লোগানে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নিরাপদ সড়ক, ঘাতক চালকে গ্রেফতারসহ বিভিন্ন দাবিতে ব্যানার, ফেস্টুন হাতে মঙ্গলবার সকাল থেকে ক্যাম্পাসের সামনে কাপ্তাই সড়কে আন্দোলন করতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় গাছের গুঁড়ি, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে আন্দোলন করতে থাকেন তারা।

এদিকে, শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কথা বলতে এলে কোনো ধরনের আশ্বাস দিতে না পারায় ভুয়া, ভুয়া বলে স্লোৎগান দিতে থাকেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশকে লক্ষ্য করেও একই স্লোগান দেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের।

সড়ক দুর্ঘটনায় নিহত তৌফিকের জন্য গায়েবানা জানাজা চুয়েটের সামনের সড়কে অনুষ্ঠিত হয়। যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকসহ উপাচার্য অংশ নেন। প্রশাসনের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

ইউ

৪০ ডিগ্রির নিচে নামল সর্বোচ্চ তাপমাত্রা

তিনদিন ৩ ঘণ্টা করে শাহজালালে বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা

স্কুল-কলেজ খোলা যেদিন থেকে

তরুণীর পেশা যখন চুরি!

ডক্টরেট সম্মাননা পাচ্ছেন ড. আতিউর

রাত ১টার মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

স্বর্ণের দাম এবার বাড়লো

শিক্ষকদের বেতন বাড়ানো নিয়ে কাজ চলছে: শিক্ষামন্ত্রী

বিএনপির আরো ৬১ নেতাকে বহিষ্কার 

পিরোজপুর জেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সভা

সুন্দরবনের গহিনে আগুন

চামড়া খাতে ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব সিপিডির

দিয়াবাড়িতে লেক থেকে ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মিল্টন সমাদ্দারকে নিয়ে ভয়ঙ্কর তথ্য দিলেন ডিবির হারুন