ঢাকা, বাংলাদেশ

শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪

English

বৃত্তের বাইরে

সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা সামাজিক প্রতিরোধ কমিটির

প্রকাশিত: ০০:০০, ২১ মার্চ ২০২১

সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা সামাজিক প্রতিরোধ কমিটির

উইমেনআই২৪ ডেস্ক: সুনামগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হেফাজত ইসলামের হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে ঘটনার দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে সামাজিক প্রতিরোধ কমিটি বিবৃতি দিয়েছে।

রবিবার ৬৭টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের সমন্বয়ে গঠিত প্রতিরোধ কমিটির পক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেমের পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে বিভিন্ন সংবাদ মাধ্যমে লক্ষ্য করলাম যে গত বুধবার সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁও নামক গ্রামে এক ব্যক্তির সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয়ার জের ধরে হেফাজত ইসলামের কয়েক হাজার সমর্থক ওই গ্রামে হামলা করে। এ ঘটনায় তারা ৮৮টি  বাড়িঘর ও ৭/৮ টি পারিবারিক মন্দির ভাঙচুর করে। যখন দেশে স্বাধীনতার ৫০ বছর অনেক আনন্দের সঙ্গে উদযাপন করা হচ্ছে তখন এই দেশের হিন্দু সম্প্রদায়ের উপর এই বর্বর, অমানবিক, ন্যক্কারজন ঘটনার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় সামাজিক প্রতিরোধ কমিটি গভীর উদ্বেগ, তীব্র নিন্দা  ও ক্ষোভ প্রকাশ করছে।’

‘আমরা আরো জানতে পারলাম যে বিগত কয়েকদিন ধরেই ওই এলাকায় ওয়াজ মাহফিলে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে কটাক্ষ করে কথা বলা হচ্ছিল। সামাজিক প্রতিরোধ কমিটি এই ঘটনাগুলোর পেছনের কারণ উদঘাটন, কেন বার বার এই ধরনের ঘটনা ঘটছে, কারা এর মদদ দাতা তা তদন্তের পাশাপাশি এই ঘটনার দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের সনাক্তকরণ ও  আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছে। একই সঙ্গে হামলার শিকার পরিবারকে সব রকম সহায়তা ও তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছে।’

‘আমাদের ঐতিহ্যকে রক্ষা ও মানবিক সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য সামাজিক প্রতিরোধ কমিটি হিন্দু, খৃষ্টান, মুসলমান, বৌদ্ধ, আদিবাসী সকল সম্প্রদায়ের মানুষসহ সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যার যার অবস্থান থেকে সচেতন, আন্তরিক, দায়িত্বশীল, দায়বদ্ধ ও উদ্যোগী ভূমিকা পালনের আহ্বান জানাচেছ। একই সঙ্গে ওয়াজ মাহফিলে অন্যধর্মাবলম্বী মানুষ ও নারীদের বিরুদ্ধে যে বক্তব্য প্রচার করা হয় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছে।’’

 ৬৭টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনগুলো হলো- বাংলাদেশ মহিলা পরিষদ, আইন ও সালিশ কেন্দ্র, স্টেপস টুয়াডর্স ডেভেলপমেন্ট, বাংলাদেশ নারী প্রগতি সংঘ, ব্র্যাক, উইমেন ফর উইমেন, কেয়ার বাংলাদেশ, কর্মজীবী নারী, জাতীয় শ্রমিক জোট, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, আইইডি, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, নিজেরা করি, মানুষের জন্য ফাউন্ডেশন, ঢাকা ওয়াইডব্লিউসিএ, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন, অক্সফাম জিবি, এ্যাকশন এইড বাংলাদেশ, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, আওয়াজ ফাউন্ডেশন, প্রিপ ট্রাষ্ট, এডিডি বাংলাদেশ, ওয়ার্ল্ড ভিশন, গণস্বাক্ষরতা অভিযান, নাগরিক উদ্যোগ, প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ, সারি, বাউশি, পাক্ষিকঅনন্যা, এসিডি রাজশাহী, ব্রতী, নারী মৈত্রী, ওয়েভফাউন্ডেশন, ইক্যুয়িটি এন্ড জাস্টিসওয়ার্কিংগ্রুপ, বাংলাদেশ নারীসাংবাদিক কেন্দ্র, নারী উদ্যোগ কেন্দ্র, জাতীয়নারীশ্রমিক জোট, সম্মিলিত সামাজিক আন্দোলন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাতীয় নারী জোট, শক্তি ফাউন্ডেশন, বিপিডব্লিউ ক্লাব, উদীচী শিল্পী গোষ্ঠী, এসিড সারভাইভার্স ফাউন্ডেশন, নারী মুক্তি সংসদ, সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র, ডিআরআরএ, জাতীয় প্রতিবন্ধী ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন, আমরাইপারিপারিবারিকনির্যাতনপ্রতিরোধ জোট, বাংলাদেশ আদিবাসী ফোরাম, বাংলাদেশ ফেডারেশন  অবইউনিভার্সিটিউইমেন, সরেপটেমিষ্টইন্টারন্যাশন্যালক্লাব, ঢাকা; আরডিআর এস, বিল্স, এডাব, এসডিএসজয়পুরহাট, এফপিএবি, ওয়াইডাব্লিউসিএ অব বাংলাদেশ, দলিত নারী ফোরাম, দীপ্ত এ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট, অপরাজেয় বাংলাদেশ, ব্লাষ্ট, টার্নিং পয়েন্ট, সেন্টার ফর মেন এন্ড মেসকুলিনিটিজ স্টাডিস, সেভ দ্য চিলড্রেন, অভিযান ও আদিবাসী নারী নেটওয়ার্ক।
 

পালিয়ে আসা ২৮৫ সীমান্তরক্ষীকে ফেরত নিচ্ছে মিয়ানমার

গরম আরও বাড়ার আভাস 

বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী

ইরানে হামলার খবরে বেড়েছে তেল ও স্বর্ণের দাম

পর্তুগালে বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুমের স্থাপত্য প্রদর্শনী

হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু

গরমে কষ্ট হচ্ছে হাসপাতালের বাইরে থাকা অসুস্থ শিশুদের

সরিষাবাড়ীতে উজ্জ্বল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন 

সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম

সারা দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি

কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি, হিট এলার্ট জারি 

‘মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে’

কানাডার ভ্যাঙ্কুভারে  বৈশাখী মেলা অনুষ্ঠিত 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট