
ফাইল ছবি
নির্বাচনী বাজেটে কোনো কার্পণ্য নয়: অর্থ উপদেষ্টা
আরটিভি নিউজ
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০২:৫৯ পিএম
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের পক্ষ থেকে অর্থবরাদ্দে কোনো কমতি করা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১ জুলাই) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, "নির্বাচনের জন্য অর্থের যে বরাদ্দ দেওয়া হয়েছিল, সেখানে আমরা কোনো কার্পণ্য করব না।" তিনি আরও উল্লেখ করেন যে, আগামী নির্বাচনকে ঘিরে সরকারের ভেতরে ও বাইরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে, যা সুষ্ঠু ও স্বচ্ছভাবে নির্বাচন সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ক্রয় সংক্রান্ত কমিটির সিদ্ধান্ত
এই বৈঠকে চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিং, ডিএপি ও ইউরিয়া সার কেনা এবং এলএনজি সংক্রান্ত বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া রংপুরে ৩০টি স্কুল পুনর্নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।
গ্যাস সংকটের কারণে সার উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, "এলএনজি সরবরাহ পুনরায় চালু হলে সার উৎপাদন বাড়ানো সম্ভব হবে।"
জ্বালানী তেল নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি
এই বৈঠকে জ্বালানী তেল নিয়ে কোনো সিদ্ধান্ত না হলেও গত বৈঠকে ইরান-ইসরাইল যুদ্ধের প্রভাবে জ্বালানী বাজারে অস্থিরতার কথা উল্লেখ করা হয়েছিল। তবে বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর থাকায় পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল বলে কমিটির সদস্যরা মনে করছেন।
এই বৈঠকে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
ইউ