
ছবি সংগৃহীত
ইরান-ইসরাইল যুদ্ধের উত্তাল পরিস্থিতি কাটিয়ে অবশেষে তেহরানে আটকে পড়া ২৮ বাংলাদেশি নাগরিক নিরাপদে ঢাকায় ফিরেছেন।
মঙ্গলবার (১ জুলাই) সকালে তারা দুবাই হয়ে বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এ ২৮ জন বাংলাদেশি ২৬ জুন তেহরান থেকে সড়কপথে পাকিস্তান সীমান্তে পৌঁছান। পরে পাকিস্তান সরকারের সহায়তায় করাচি হয়ে তারা দুবাই যান এবং সেখান থেকে ঢাকা ফেরেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, যুদ্ধ পরিস্থিতিতে ইরান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগের অংশ হিসেবে শুরুতে ৯২ জন আগ্রহী নাগরিকের একটি তালিকা পাকিস্তান সরকারকে দেওয়া হয়। এরই প্রথম ধাপে ২৮ জন দেশে ফিরলেন। তাদের মধ্যে নারী, শিশু, অসুস্থ এবং চিকিৎসার জন্য ইরানে যাওয়া ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।
তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে অবশিষ্ট আগ্রহী বাংলাদেশিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পাকিস্তানে প্রবেশের ৭২ ঘণ্টার মধ্যে এসব বাংলাদেশিকে দেশটি ত্যাগ করতে হবে বলে জানানো হয়েছে।
এদিকে, তেহরানে অবস্থানরত প্রায় ২০০ জন বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে অনেকে এখনই দেশে ফিরতে চাইছেন না। যুদ্ধ শুরুর সময় তারা ফেরার আগ্রহ দেখালেও বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশ নিরাপদ মনে করায় অধিকাংশই পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, "শিক্ষার্থীরা এখন ফিরে যেতে চাইছে না, কারণ তারা মনে করছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিরাপদ রয়েছে। তাছাড়া এখন ফিরলে পরে আবার স্বাভাবিক হলে ফিরে যাওয়া কঠিন হতে পারে।"
বাংলাদেশ সরকার সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে অবশিষ্ট নাগরিকদের ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইউ