
ফাইল ছবি
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার দক্ষিণ পুখুরিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে গৃহবধূকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
সোমবার (২৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো নারীবাদি সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে এ ক্ষোভ প্রকাশ করা হয়।
বিবৃতিতে সোমবারের বিভিন্ন জাতীয় দৈনিকের বরাতে বলা হয়, একই গ্রামের সিরাজুল ইসলামের সঙ্গে তার সৎভাই সাত্তার, সূর্যত আলী, হেকমত ও আজিজুলের গফরগাঁও-ভালুকা সড়কের পাশের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ২৬ মার্চ] সকালে ওই জমিতে সিরাজুলের তৈরি দোকান ঘর ভাঙচুর করে সাত্তার ও তার লোকজন। খবর পেয়ে সিরাজুল ও তার লোকজন ঘটনাস্থলে পৌঁছালে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে সিরাজুল ও তার লোকজন চলে গেলে কিছুুক্ষণ পর আবারও সূর্যত আলী ও তার লোকজন সিরাজুলের বাড়িতে হামলা করে। এসময় সিরাজুলের স্ত্রী বাড়িতে একা ছিলেন। প্রতিপক্ষের হামলার ভয়ে তিনি শৌচাগারে আত্মগোপন করলেও হামলাকারীরা খুঁজতে খুঁজতে তাকে শৌচাগারে পেয়ে হামলা করে। স্থানীয়রা গুরুতর অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিবৃতিতে ঘরে ঢুকে গৃহবধূকে হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার, মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। সেই সাথে ঘটনার শিকার গৃহবধূর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণেরও দাবিও জানানো হয়েছে।
ইউ