ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, , ২৮ অক্টোবর ২০২৫

English

বৃত্তের বাইরে

সমাজের মূলধারার সুযোগ-সুবিধা থেকে প্রতিবন্ধী ব্যক্তিরা বঞ্চিত

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ১১:০৫, ৪ ডিসেম্বর ২০২৪

সমাজের মূলধারার সুযোগ-সুবিধা থেকে প্রতিবন্ধী ব্যক্তিরা বঞ্চিত

সংগৃহীত ছবি

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা শক্তিশালী করার প্রতি গুরুত্ব  দেয়া হয়েছে। বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিরা এখনো সমাজের মূলধারার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাদের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা আরো শক্তিশালী করার তাগিদ জানিয়েছেন সাংবাদিকসহ গণমাধ্যম ব্যক্তিত্ব ও সমাজকর্মীরা।

মঙ্গলবার আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২৪ উপলক্ষে ইউনেস্কোর সহযোগিতায় গণমাধ্যম ও যোগাযোগ উন্নয়ন সংগঠন সমষ্টি'র আয়োজনে ওয়েবিনারে  এই আহ্বান জানানো হয়। 

“অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের নেতৃত্বের বিকাশ: গণমাধ্যমের ভূমিকা’’ প্রতিপাদ্যকে কেন্দ্র করে অনুষ্ঠিত আলোচনায় সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় গণমাধ্যমকে ইতিবাচক এবং কার্যকর কৌশল গ্রহণ করতে হবে।
সভায় বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন। 

তারা বলেন, গণমাধ্যমকে আরও অন্তর্ভুক্তিমূলক হতে হবে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা, নেতৃত্ব এবং সাফল্যের গল্পগুলো তুলে ধরতে হবে। 

সভায়  অংশগ্রহণকারীরা প্রতিবন্ধিতা বিষয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে গণমাধ্যমের ভূমিকার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।  কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব দেন। তারা উল্লেখ করেন, গণমাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ বাড়ানো, তাদের উপযোগী কর্মপরিবেশ তৈরি করা, প্রতিবন্ধিতা সম্পর্কিত সংবাদ ও ইস্যুভিত্তিক রিপোর্ট তৈরি এবং প্রতিবন্ধিতা নিয়ে আরও বেশি ইতিবাচক কনটেন্ট প্রচারের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন সম্ভব। পাশাপাশি ভৌত অবকাঠামো এবং তথ্যপ্রযুক্তির সুবিধাগুলো প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজলভ্য ও ব্যবহারযোগ্য করে তোলার ওপরও জোর দেওয়া হয়েছে।
সমষ্টির নির্বাহী পরিচালক মীর মাসরুরুজ্জামান বলেন, “এ ধরনের আলোচনা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকাকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

সিনিয়র সাংবাদিক শাহনাজ মুন্নী বলেন, “এই ধরনের উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করে একটি সমতাপূর্ণ সমাজ গঠনে সহায়তা করবে। দাতব্য বা সহানুভূতিমূলক দৃষ্টিভঙ্গির পরিবর্তে ক্ষমতায়ন এবং নেতৃত্বের বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত।” এ নিয়ে ইউনেস্কোর সহযোগিতায় সমষ্টি’র গণমাধ্যমে প্রতিবন্ধী সমতা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দেশের প্রায় ৪০টি জেলা থেকে মোট ৮৭জন প্রতিনিধি এই আলোচনায় অংশগ্রহণ করেন। যার মধ্যে সাংবাদিক লিটন হায়দার, রুহুল আমিন রুশদ, আবু নাছের মঞ্জু, গোলাম কিবরিয়া, জিয়াউল হাসান, শরীফুল্লাহ কায়সার, মর্জিনা বেগম, হাকিম বাবুল, ফারুক হোসেন, তৌহিদ জামান, তাহমিনা পারভীন, স্বপন খন্দকার, জাকারিয়া হৃদয়, নীনা আফরিনসহ আরো ৪৬ জন সাংবাদিক, ১০ জন ছাত্র, ৭জন এনজিও প্রতিনিধি অংশগ্রহণ করেন। যার মধ্যে রয়েছে, পিরোজপুর গণউন্নয়ন সংস্থা, সুশীলন, সাতক্ষীরার সংস্থা রোপ, লিডারস্, বগুড়ার সংস্থা পেস, খুলনার রিশিল্পী প্রভৃতি।

//এল//

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী ডেঙ্গুতে মারা গেছেন

ফেব্রুয়ারির নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ

জলবায়ু অর্থায়নে বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণ জরুরি: পরিবেশ উপদেষ্টা

সম্প্রীতি সংলাপে’ ঐক্য ও বৈচিত্র্য রক্ষার ডাক

বয়স্ক ভাতা প্রদানে স্বচ্ছতা আনবে প্রযুক্তি: উপদেষ্টা শারমীন

সুবর্ণচরের চাঁন্দা ডাকাতের ত্রাসের রাজস্ত্ব

এসএমই অর্থায়ন ও বাজার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা

ঘূর্ণিঝড় ‘মোন্থা’ নিয়ে ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি জারি

ঘূর্ণিঝড় ‘মোন্থা’ নিয়ে ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি জারি

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর

সালমান শাহ হত্যা: নীরবতা ভেঙে বিচার চাইলেন শাবনূর

সালমান শাহ হত্যা মামলা: দু’এক দিনের মধ্যেই আত্মসমর্পণ করবেন ডন

ইন্টারন্যাশনাল এজেন্সি ’প্রেসেঞ্জা’-এর ঢাকা ব্যুরো অফিস উদ্বোধন

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে হাওরের উন্নয়ন করা হচ্ছে: রিজওয়ানা