ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪

English

সারাদেশ

চট্টগ্রামে মুক্তিযোদ্ধা সংসদের আলোকচিত্র প্রদর্শনী 

কাউছার সুলতানা, চট্টগ্রাম থেকে

প্রকাশিত: ১৭:৪২, ৩ ডিসেম্বর ২০২২

চট্টগ্রামে মুক্তিযোদ্ধা সংসদের আলোকচিত্র প্রদর্শনী 

ছবি: -গৌরব গাথাঁয় শেখ হাসিনা’ শীর্ষক ২ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে...

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে কখনো এদেশের মহান স্বাধীনতা ও বিজয় অর্জিত হতো না। যাঁর নেতৃত্বে আমরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি আজ তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে আমরা বর্তমানে উন্নয়নের মহাসড়কে। মাথাপিছু আয় ও বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিসহ সকল ক্ষেত্রে সফলতা এসেছে। মেঘা ও বড়-ছোট প্রকল্পের প্রত্যেকটি উন্নয়ন কর্মকান্ড দৃশ্যমান। বাংলাদেশ দেশ থেকে উৎপাদিত ওষুধ বিশ্বের ১২০টি দেশে যাচ্ছে। মেঘা ও বড়-ছোট প্রকল্পের প্রত্যেকটি উন্নয়ন কর্মকান্ড দৃশ্যমান। আমরা সকলে সরকারের উন্নয়নের মহাসড়কে সামিল হলে ২০৪১ সালের মধ্যেই বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত বাংলাদেশ বিনির্মাণ করতে সক্ষম হবো। 

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে শনিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরীর নিউমার্কেট মোড়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর, জেলা ইউনিট ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর ও জেলা শাখা আয়োজিত ‘সংগ্রামে-আন্দোলনে-গৌরব গাথাঁয় শেখ হাসিনা’ শীর্ষক ২ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে ফিতা কেটে অনুষ্ঠানের সমন্বয়কারী সাহাবউদ্দিন মজুমদার রচিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনসহ মহান স্বাধীনতা ও বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নের চিত্রগুলো ঘুরে দেখেন তিনি। 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ সরওয়ার আলম চৌধুরী মনির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরোয়ার কামালস দুলু, মহানগরীর ডেপুটি কমান্ডার মো. শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র  বিশ্বাস, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, জেলার সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম আলাউদ্দিন, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আহমেদ  হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. নূর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল কদর, বীর মুক্তিযোদ্ধা এম ময়নুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা এটিএম শামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর শাখার আহবায়ক সাহেদ মুরাদ সাকু, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিজানুর রহমান সজিত, সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজিশ ইমরান, সদস্য হাসান মো. আবু হান্নান, এস এম ইশতিয়াক আহমেদ রুমি, সৈয়দ মাইনুল আলম সৌরভ, সগির আহমেদ, আবদুর রাজ্জাক রাজু, হারুন অর রশিদ, মো. রায়হান, নিলয় সকুল অনিক প্রমুখ।

ইউ

৭৫ নেতাকে বিএনপি থেকে বহিষ্কার

ইসলামী ব্যাংকের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত

চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে ফেসবুক স্ট্যাটাস দিয়ে প্রেমিকের আত্মহত্যা

এক মিনিটের জন্য শেষ বিসিএসের স্বপ্ন

ধর্মীয় বিষয় নিয়ে বিদ্যা বালানের বিস্ফোরক মন্তব্য

তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়াবে আগামী সপ্তাহে

কী করছেন হিট অফিসার

থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে শেখ হাসিনা

চলতি মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

‘হিটস্ট্রোকে মারা যাচ্ছে দিনে লক্ষাধিক মুরগি’

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু

গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ৩

হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু