ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, , ১৩ মে ২০২৫

English

খেলাধুলা

টাইগারদের রেকর্ড রানে আইরিশদের লক্ষ্য ৩৫০

উইমেনআই২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৯, ২০ মার্চ ২০২৩; আপডেট: ১৮:১৫, ২০ মার্চ ২০২৩

টাইগারদের রেকর্ড রানে আইরিশদের লক্ষ্য ৩৫০

ফাইল ছবি

আয়ারল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচেই দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সে স্কোর পেরিয়ে নতুন রেকর্ড গড়ল টাইগাররা।

সোমবার (২০ মার্চ) টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩৪৯ রান সংগ্রহ করেছে তামিম বাহিনী। এর আগে সিরিজের প্রথম ম্যাচে করা ৩৩৮ রান ছিল ওয়ানডে ইতিহাসে টাইগারদের সর্বোচ্চ রানের রেকর্ড।

বাংলাদেশেরও সংগ্রহটা এত বড় হওয়ার পেছনের নায়ক মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়। ৩৩.২ ওভারে দলীয় ১৯০ রানে চতুর্থ উইকেট হারায় টাইগাররা। এরপর পঞ্চম উইকেট জুটিতে এ দুজন মিলে আইরিশ বোলারদের তুলোধুনো করে মাত্র ৮০ বলে তুলে নেন ১২৮ রান। হৃদয় এক রানের জন্য ফিফটির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেও মুশফিক বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে আইরিশ পেসারদের বিপক্ষে ব্যাট হাতে সংগ্রাম করেছেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। প্রথম ৪ ওভারে মাত্র ৪ রান তুলে নেয় তারা। এরপর অবশ্য খোলস ছেড়ে বেরিয়ে আসেন তামিম-লিটন। ১০ ওভারে স্কোর দাঁড় করান ৪২ রানে ।

তামিম ৩১ বলে ২৩ রান করে রান আউট হলেও ক্রিজে স্থায়ী হন লিটন। সাত ইনিংস পর তুলে নেন ক্যারিয়ারের অষ্টম ফিফটি। কার্টিস ক্যাম্ফারের বলে ক্যাচ দিয়ে ফেরার আগে ৭১ বলে সমান তিন চার ও ছক্কার মারে খেলেন ৭০ রানের দুর্দান্ত এক ইনিংস।

দলীয় ১৪৩ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।  ভাঙে শান্ত-লিটনের ১০১ রানের অনবদ্য জুটি। দ্বিতীয় উইকেটে আইরিশদের বিপক্ষে যা টাইগারদের সর্বোচ্চ রানের জুটি।

লিটনের পর শান্তর সঙ্গে ৩৯ রানের জুটি গড়ে ক্যাচ উপহার দিয়ে সাজঘরে ফেরেন সাকিব আল হাসান। ১৯ বলে ১৭ রান আসে তার ব্যাট থেকে। অপরদিকে শান্ত তুলে নেন তার ক্যারিয়ারের তৃতীয় ফিফটি। ৭৭ বলে ৩ চার ও ২ ছক্কার মারে ক্যারিয়ার সেরা ৭৩ রান করে গ্রাহাম হিউমের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শান্ত। পরপর দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা।

তবে পঞ্চম উইকেট জুটিতে মুশফিক ও হৃদয় সে চাপ সামলে উল্টো চড়াও হন আইরিশ বোলারদের ওপর। দুজনের জুটিতে আসে ১২৮ রান। দলীয় ৩১৮ রানে আউট হন হৃদয়। ৩৪ বলে ৪ চার ও ১ ছক্কার মারে ৪৯ রান করে অ্যাডায়েরের বলে কট বিহাইন্ড হন তিনি। এর আগে এ ব্যাটার নিজের অভিষেক ম্যাচে ৮ রানের জন্য সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেন। হৃদয় আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেও অপরপ্রান্তে দাঁড়িয়ে মাত্র ৬০ বলে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন মুশফিক। যা বাংলাদেশের হয়ে ৫০ ওভারের ম্যাচে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
তার আগে টাইগারদের হয়ে ২০০৯ সালে ৬৩ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন সাকিব। ১৪ চার ও ২ ছক্কার মারে মুশফিক অপরাজিত থাকেন ১০০ রানে। তাতে বাংলাদেশের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৬ উইকেট হারিয়ে ৩৪৯ রান। যা ওয়ানডে ইতিহাসে লাল সবুজের প্রতিনিধিদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড।

আইরিশদের বোলারদের পক্ষে ৫৮ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট তুলে নেন গ্রাহাম হিউম। এছাড়া একটি করে উইকেট নিজেদের পকেটে পুরেন মার্ক অ্যাডায়ার ও কার্টিস ক্যাম্ফার।

সিরিজের প্রথম ম্যাচে ১৮৩ রানের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। এ ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে টাইগাররা। 

আয়ারল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচেই দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সে স্কোর পেরিয়ে নতুন রেকর্ড গড়ল 

সোমবার (২০ মার্চ) টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩৪৯ রান সংগ্রহ করেছে তামিম বাহিনী। এর আগে সিরিজের প্রথম ম্যাচে করা ৩৩৮ রান ছিল ওয়ানডে ইতিহাসে টাইগারদের সর্বোচ্চ রানের রেকর্ড।

বাংলাদেশেরও সংগ্রহটা এত বড় হওয়ার পেছনের নায়ক মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়। ৩৩.২ ওভারে দলীয় ১৯০ রানে চতুর্থ উইকেট হারায় টাইগাররা। এরপর পঞ্চম উইকেট জুটিতে এ দুজন মিলে আইরিশ বোলারদের তুলোধুনো করে মাত্র ৮০ বলে তুলে নেন ১২৮ রান। হৃদয় এক রানের জন্য ফিফটির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেও মুশফিক বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন।

ইউ

অভ্যাস বদলালে প্লাস্টিক ব্যবহার কমানো সম্ভব: পরিবেশ উপদেষ্টা

এনবিআর ভাগের অধ্যাদেশ: বাতিল চেয়ে কলম বিরতির ডাক

জুনেই আইএমএফের ঋণের অর্থ পাচ্ছে বাংলাদেশ

বিমানবন্দরে আটকে দেয়া হলো পার্থর স্ত্রীকে

সৌদি আরবে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প

রমনায় বোমা হামলা: ২ জনের যাবজ্জীবন, বাকিদের ১০ বছর কারাদণ্ড

কমলো জেট ফুয়েলের দাম

হত্যা মামলায় সাবেক এমপি মমতাজ বেগম ৪ দিনের রিমান্ডে

যৌতুকের মামলা তুলে না নেয়ায় সাবেক স্ত্রীর নগ্ন ছবি ছড়ানোর অভিযোগ

ভারতে ৮ শহরে ২ এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল

দুর্নীতির মামলায় আপিল করলেন ডা. জোবাইদা 

আ.লীগ নেত্রী জিনাত সোহানা গ্রেপ্তার 

১৭ মে থেকে পুনরায় শুরু হচ্ছে আইপিএল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাঙলা কলেজ শাখায় পদত্যাগের হিড়িক

চোখের চিকিৎসায় ব্যাংকক গেলেন মির্জা ফখরুল