
ফাইল ছবি
পাকিস্তান ও আরব আমিরাতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ দলে সবচেয়ে বড় চমক হলো, টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস।
রবিবার (২ মে) বিকালে বিসিবির ঘোষণায় জানানো হয়, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ভবিষ্যতমুখী পরিকল্পনায় এই দল গঠন করা হয়েছে। শান্তর নেতৃত্ব ছাড়ার পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়ে সফলভাবেই সিরিজ জেতান লিটন। তখন থেকেই আলোচনায় ছিলেন তিনি। এবার সেই আলোচনা সত্যি হয়ে গেলো।
নতুন সহ-অধিনায়ক হিসেবে আছেন স্পিন অলরাউন্ডার শেখ মাহেদী হাসান। বিসিবির নির্বাচকরা তরুণদের ওপর আস্থা রেখে একটি প্রাণবন্ত ও গতিময় দল গঠন করেছেন বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশের টি-টোয়েন্টি দল (আরব আমিরাত ও পাকিস্তান সফর):
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান (সহ-অধিনায়ক), তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
সিরিজ সূচি:
১৭ মে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে লিটন বাহিনীর মিশন। এরপর দলটি পাকিস্তানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে।
ইউ