ঢাকা, বাংলাদেশ

শনিবার, , ০৩ মে ২০২৫

English

রাজনীতি

এনসিপির সমাবেশ থেকে আ.লীগ নিষিদ্ধ ও বিচারের দাবি

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ১৯:৩৬, ২ মে ২০২৫

এনসিপির সমাবেশ থেকে আ.লীগ নিষিদ্ধ ও বিচারের দাবি

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর আয়েজিত সমাবেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচার নিশ্চিতের দাবি জানানো হয়েছে।

শুক্রবার (২ মে) বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানান দলটির কেন্দ্রীয় নেতারা। 

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ আর কোনো রাজনৈতি দল নয়, এটি একটি ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছে। তাদের নিবন্ধন বাতিল করে রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা বন্ধ করতে হবে। 

তিনি বলেন, বর্তমান সরকার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে জনতার আদালতে আমরা আওয়ামী লীগের বিচার নিশ্চিত করব। 

নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের যারা গ্রেপ্তার হচ্ছে তাদের জামিন দেওয়া হচ্ছে দ্রুত, তারা বিভিন্ন দলে যোগ দিচ্ছে, তৃণমূলে আওয়ামী লীগ আবারও পুনর্বাসিত হচ্ছে।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, গণঅভ্যুত্থানের পর আমরা এই সরকার গঠন করেছি। কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ ও তাদের নিবন্ধন বাতিল করতে এই সরকারও গড়িমসি করছে। আওয়ামী লীগের প্রশ্ন অমীমাংসিত রেখে এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।

দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ছাত্র-জনতার সিদ্ধান্তেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। প্রধান উপদেষ্টাকে বলতে চাই, এই আহত ও শহীদদের রক্তের ওপর আমরা আপনাদের ক্ষমতায় বসিয়েছি। আমরা কোনো দাবি বা অনুরোধ করছি না, আমাদের সিদ্ধান্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আজ থেকে নয় মাস আগে শহীদ মিনারে আমরা ছাত্র-জনতা রায় দিয়েছিলাম। এবার বায়তুল মোকাররমে দক্ষিণ গেট থেকে আবারও সেই রায় দেবো। আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করতে পারবে না।

আওয়ামী লীগের বিচার করতে হবে জানিয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেন, গুম খুনের সঙ্গে জড়িত আওয়ামী লীগ এবং অন্য অঙ্গ সংগঠনগুলো- যারা গুম খুনের সঙ্গে জড়িত ছিল তাদের বিচার করতে হবে। বিচার নিশ্চিত ছাড়া আওয়ামী লীগের এই বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ হবে না। বাংলাদেশের মানুষ এটা নিশ্চিত করবে।

দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শত শত আহত ও নিহতদের পরিবারের সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে।
 

//এল//

সৌদি আরব পৌঁছেছেন ১৭৬৯৪ হজযাত্রী

শাশুড়ির সঙ্গী হয়ে ১৭ বছর পর দেশে ফিরবেন ডা. জুবাইদা

রাজধানীতে হেফাজতের মহাসমাবেশ শুরু

বিমানের প্রস্তাব ফিরিয়ে দিলেন খালেদা জিয়া

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা 

জোবাইদা রহমানের নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি

বিশ্ববাজারে ফের কমলো জ্বালানি তেলের দাম 

সাংবাদিক নির্যাতন ও নিপীড়ন বন্ধের  দাবি ডিইউজে’র

‘নির্বাচনের দাবি জানানোও যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে’

ফজলুর রহমানের মন্তব্য তার একান্ত ব্যক্তিগত: পররাষ্ট্র মন্ত্রণালয়

এনসিপির সমাবেশ থেকে আ.লীগ নিষিদ্ধ ও বিচারের দাবি

ল্যাপটপ স্লো হলে যা করবেন

বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ সুন্দরবনে পর্যটকদের উপচেপড়া ভিড়     

সুন্দরবনের উপকূলে ঘন ঘন লোডশেডিং: বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা

বাংলাদেশি বংশোদ্ভূত সুমাইয়ার কৃতিত্ব, ব্যাংকিং খাতে নতুন দিগন্ত