
ফাইল ছবি
সমান অধিকারের কথা শুধু যে মুখে বললেই হয় না, সে কথা প্রমাণ করল বার্লিন সরকার। খুব শীঘ্রই সেই শহরের মেয়েরা, পুরুষদের মতোই সাধারণ সুইমিং পুলে নগ্ন হয়ে সাঁতার কাটতে পারবেন। এক নারীর করা অভিযোগের ভিত্তিতেই এমন যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে তারা।
বেশ কিছু দিন আগে এক তরুণী বিনা পোশাকে শহরেরই কোনও একটি সুইমিং পুলে সাঁতার কাটতে চেয়েছিলেন। এমন আবদার রাখা তো দূর, তাঁকে জলেই নামতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন ওই নারী।
এই ঘটনার পর চুপ করে থাকেননি তিনি। নারী-পুরুষের সমান অধিকার চেয়ে সোজা সেনেট পর্যন্ত পৌঁছে গিয়েছেন। সব দিক খতিয়ে দেখে সেখানকার স্থানীয় প্রশাসন এই বিষয়ে হস্তক্ষেপ করে। আইনি জটিলতা পেরিয়ে সাম্য রক্ষার অধিকার নিয়ে লড়াই করা সহজ ছিল না। এই অধিকার পাওয়ার পর স্বাভাবিক ভাবেই খুশি শহরের মহিলারা। তাঁদের পাশাপাশি পুরুষরাও বার্লিন সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আনন্দবাজার পত্রিকা
ইউ