ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, , ১৩ মে ২০২৫

English

বিচিত্র

কাঁদলেই তরুণীর চোখ থেকে বেরিয়ে আসে কাচের টুকরা

উইমেনআই ডেস্ক:

প্রকাশিত: ২২:৩৫, ৪ মার্চ ২০২৩

কাঁদলেই তরুণীর চোখ থেকে বেরিয়ে আসে কাচের টুকরা

কাঁদলেই তরুণীর চোখ থেকে বেরিয়ে আসে কাচের টুকরা

চোখের পাতা ফেললেই এ কী বিস্ময়! দুই পাতার ফাঁক থেকে বেরিয়ে আসে কাচের টুকরো। কান্নার সময়েও চোখে পানির দেখা মেলে না। চোখের পানি যেন বদলে গিয়েছে স্ফটিকে।
আর্মেনিয়ার ছোট্ট গ্রাম স্প্যান্ডারিয়ান। সেখানের বাসিন্দা স্যাটেনিক কাজ়ারিয়ান। ২৬ বছরের এই তরুণী শিরোনামে উঠে এসেছেন তার কান্নার জন্য। দাবি, তিনি স্ফটিককান্নার অধিকারী। কাঁদলেই তার চোখ থেকে স্ফটিকস্বচ্ছ কাচের টুকরা ঝরে পড়ে।

কয়েক বছর আগে স্ফটিককান্নার ছবি এবং ভিডিও দেখিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন আর্মেনিয়ান এই তরুণী। ভিডিওতে দেখা গিয়েছিল, তিনি একবার করে চোখের পাতা ফেলছেন, আর চোখের নিচের অংশ থেকে একটি করে কাচের টুকরা বেরিয়ে আসছে। এই কাচের টুকরার উৎস কী, তা ভেবে পাচ্ছিলেন না চিকিৎসকেরা।

তরুণীর দাবি ছিল, দিনে প্রায় ৫০টি করে কাচের টুকরো তার চোখ থেকে বেরিয়ে আসে। এই স্ফটিককান্নার প্রক্রিয়া অত্যন্ত বেদনাদায়ক। তাই তা থেকে মুক্তির আশায় চিকিৎসকদের দুয়ারে দুয়ারে ঘুরে বেরিয়েছেন। তবে সমস্যার সুরাহা হয়নি।

চিকিৎসকদের কাছে তরুণী জানান, তার পাঁচ বছরের ছেলে এক দিন খেলতে খেলতে ঘরে রাখা কাচের ফুলদানি ভেঙে ফেলেছিল। তখন তার চোখে কিছু কাচের টুকরা ঢুকে গিয়েছিল। তারপর থেকেই নাকি কাঁদলে তরুণীর চোখ থেকে কাচ বেরিয়ে আসে।

তরুণী এবং তার পরিবারের দাবি শুনে চিকিৎসকেরা বিভ্রান্ত হয়েছেন বার বার। কারণ, চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী স্ফটিককান্না কার্যত অসম্ভব। চোখ থেকে স্ফটিকের মতো শক্ত পদার্থ বেরিয়ে আসার উল্লেখ রয়েছে বটে, তবে সেই জটিল রোগের উপসর্গ মেলে না আর্মেনিয়ান তরুণীর সঙ্গে।

তরুণীর চোখ থেকে বেরিয়ে আসা কাচের টুকরোগুলি গবেষণাগারে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়। তাতে দেখা গিয়েছে, সেগুলো নেহাত মামুলি কাচের টুকরো। যা কোনভাবেই শরীরের ভেতর উৎপন্ন হতে পারে না।

এক্ষেত্রে, সবচেয়ে তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য ছিল, তরুণীর চোখ থেকে কাচ বেরিয়ে আসার সময় কোনো রক্তপাত হত না। যা চিকিৎসকদের আরো বেশি বিভ্রান্ত করে। সন্দেহ জন্মায় অনেকের মনেই।

চোখের এই সমস্যা নিয়ে একাধিক চিকিৎসকের দ্বারস্থ হন তরুণী। প্রায় প্রতি ক্ষেত্রেই চিকিৎসকেরা একমত। তরুণী বিরল মুন্‌চৌসেন সিন্ড্রোমের আক্রান্ত। এটি শারীরিক নয়, মানসিক রোগ।

চিকিৎসকদের দাবি, ইচ্ছাকৃত ভাবে চোখে কাচ ঢুকিয়ে এই রোগের নাটক করেন তরুণী। মুন্‌চৌসেন সিন্ড্রোমের আক্রান্ত রোগীরা সাধারণত নিজের শরীরে আঘাত করে ভুয়ো রোগের অভিনয় করে পরিজনদের বিব্রত করে থাকেন। এ ভাবে রোগী মূলত সকলের দৃষ্টি আকর্ষণ করতে চান।

তবে চিকিৎসাবিজ্ঞানে সিসটিনোসিস নামের এক রোগের উল্লেখ আছে, স্বীকার করে নিয়েছেন একাধিক বিশেষজ্ঞ। সেই বিরল জিনগত রোগের লক্ষণ অনুযায়ী, চোখের ভেতর স্বাভাবিক শারীরিক প্রক্রিয়ায় স্ফটিক তৈরি সম্ভব। তবে সেই স্ফটিকের আকার হয় অনেক ছোট এবং তা বেরিয়ে আসার সময় চোখ ক্ষতিগ্রস্ত হয়।

শুধু তাই নয়, স্বাভাবিক শারীরিক প্রক্রিয়ায় স্ফটিক তৈরিতে অনেক মাস সময় লেগে যায় বলে জানান বিশেষজ্ঞেরা। দিনে ৫০টি কাচের টুকরা চোখ থেকে বেরিয়ে আসা অসম্ভব।

ওষুধের মাধ্যমে সিসটিনোসিস রোগের চিকিৎসা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞেরা। তবে আর্মেনিয়ান তরুণীকে যত বার সেই ওষুধ দেওয়া হয়েছে, তিনি জানিয়েছেন, ওষুধ খেয়ে তার পরিস্থিতির অবনতি হয়েছে।

আর্মেনিয়ান তরুণী যে মিথ্যা কথা বলে চিকিৎসকদের বিভ্রান্ত করছেন, তা আরও স্পষ্ট হয় তার বয়ানের অসঙ্গতিতে। তিনি কোথাও বলেছেন, ভাঙা ফুলদানির কাচ ছিটকে চোখে ঢোকার পর থেকে স্ফটিককান্নার সূত্রপাত। কোথাও আবার বলেছেন, এক দাঁতের চিকিৎসকের কাছে গিয়ে এই রোগ বাঁধিয়ে এসেছেন তিনি।

ক্যালিফর্নিয়া বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিশেষজ্ঞ ইভান স্কোয়াবের মতে, কখনো কখনো শরীরে উপযুক্ত পুষ্টিগুণের অভাবে চোখের পানি স্ফটিকের আকার নিতে পারে। তবে আর্মেনিয়ান তরুণীর ক্ষেত্রে তেমন কিছু হয়নি বলে এক প্রকার নিশ্চিত তিনি।

রাশিয়ার চক্ষু বিশারদরা জানিয়েছেন, চোখে লবণের পরিমাণ বেশি হয়ে গেলে প্রদাহজনিত রোগ দেখা দিতে পারে। অশ্রু জমাট বেঁধে সে ক্ষেত্রে স্ফটিকের আকার নিতে পারে। কিন্তু আর্মেনিয়ার তরুণীর ক্ষেত্রে তা-ও হয়নি বলে জানা যায়। কারণ, চোখে অত্যধিক লবণের সমারোহে প্রথমে হৃদ্‌পিণ্ড এবং মস্তিষ্কের সমস্যা দেখা দেওয়ার কথা। তরুণীর তা হয়নি।

সূত্র: আনন্দবাজার

//এল//

চোখের চিকিৎসায় ব্যাংকক গেলেন মির্জা ফখরুল

লড়াই এখনও বাকি: মাহফুজ আলম

আ.লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না

এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ জারি

সাবেক এমপি মমতাজ বেগম গ্রেপ্তার

মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসির সিদ্ধান্ত

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত

স্বর্ণের দাম কমেছে

গেজেট প্রকাশ করলেই আ.লীগের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত: সিইসি

ফেসবুকে মাহফুজের মন্তব্য, যা বললেন শিবির সেক্রেটারি

শেওড়াপাড়ায় দুই বোন খুন: কিশোরের দায় স্বীকার

অনির্দিষ্টকালের ছুটিতে পাকিস্তানের হাইকমিশনার

দুই বোনকে হত্যায় সিসিটিভিতে দেখতে পাওয়া ব্যক্তি গ্রেপ্তার: পুলিশ

সঞ্চয়পত্র কেনার নতুন নিয়ম