ঢাকা, বাংলাদেশ

শনিবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪

English

বিচিত্র

সন্ন্যাসী হতে ২০০ কোটির সম্পত্তি বিলিয়ে দিলেন দম্পতি

উইমেনআই২৪ ডেস্কঃ

প্রকাশিত: ২১:১৩, ২৩ এপ্রিল ২০২৪

সন্ন্যাসী হতে ২০০ কোটির সম্পত্তি বিলিয়ে দিলেন দম্পতি

সংগৃহীত ছবি

রাজকীয় জীবন ছেড়ে সিদ্ধান্ত নিয়েছেন সন্ন্যাসী জীবনের। এ জন্য বিলিয়েছেন নিজেদের তিলে তিলে গড়া নিজেদের ২০০ কোটির সম্পত্তি। বিচিত্র এমন ঘটনার তথ্য জানিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সোমবার (১৫ এপ্রিল) সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাটের এক ব্যবসায়ী ও তার স্ত্রী মিলে সন্ন্যাস জীবন পার করার সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য নিজেদের যাবতীয় সম্পত্তি বিলিয়ে দিয়েছেন তারা।

সংবাদমাধ্যম জানিয়েছে, সন্ন্যাস জীবন বেছে নেওয়া ওই ব্যবসায়ীর নাম ভবেশ ভাণ্ডারি। নির্মাণকাজের ব্যবসা করা ওই ব্যবসায়ী গুজরাটের হিম্মতনগরের বাসিন্দা। গত ফেব্রুয়ারিতে ধর্মীয় এক অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের ২০০ কোটির সম্পদ বিলিয়ে দেন তিনি। আগামী ২২ এপ্রিল শপথ নেওয়ার পর তাদের সন্ন্যাস জীবন শুরু হবে।


প্রতিবেদনে বলা হয়েছে, সম্পত্তি দানের জন্য এক শোভাযাত্রার আয়োজন করেন এ দম্পতি। রাজকীয় সাজে সেজে ট্রাকে করে চার কিলোমিটার পাড়ি দেন তারা। এ সময় নগদ অর্থের পাশাপাশি তারা বাড়ির এসি থেকে শুরু করে নিজেদের স্মার্টফোনও বিলিয়ে দেন তারা।

প্রশ্ন উঠেছে, সব সম্পত্তি দান করে কীভাবে কাটবে বাকি জীবন? জানা গেছে, সংসারের সমস্ত বন্ধন কাটিয়ে ফেলতে হবে। কোনো সম্পত্তি রাখতে পারবেন না তারা। পাথেয় বলতে তাদের থাকবে কেবল সাদা রঙের দুটি পোশাক আর সঙ্গে নেবেন ভিক্ষার পাত্র ‍ও একটি ঝাড়ু। জৈন ধর্মের অনুসারী সন্ন্যাসীরা কোথায় বসতে গেলে ঝাড়ু ‍দিয়ে আবর্জনা সরিয়ে নেন। ফলে তাদেরও একই পন্থা মেনে চলতে হবে। শপথ নেওয়ার পর তারা খালি পায়ে গোটা ভারত ঘুরবেন। আর ভিক্ষার অর্থেই চলতে তাদের জীবন।

এর আগে ভবেশ দম্পতির ১৯ বছরের মেয়ে ও ১৬ বছরের ছেলে সন্ন্যাস জীবন বেছে নিয়েছিলেন। সন্তানদের দেখে তারা অনুপ্রাণিত হয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া ২০২৩ সালে এক হীরা ব্যবসায়ী ধনকুবের দম্পতি সব সম্পদ দান করে সন্ন্যাস জীবন বেছে নিয়েছেন বলে খবর প্রকাশ হয়েছিল।

//এল//

বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

ইউনেস্কো পদকে ভূষিত ফিলিস্তিনি সাংবাদিকরা

গরমে বাচ্চাদের সুস্থ রাখবে যেসব খাবার

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়গুলোতে ২২০০ বিক্ষোভকারী গ্রেপ্তার

৬ মে’র পর বাড়বে বৃষ্টি

শনিবার যেসব জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে

বস্তিবাসীদের নিয়ে মেয়রকে যা বললেন হিট অফিসার

সুবর্ণা মুস্তাফার স্বামীর সঙ্গে প্রেম করছেন এই অভিনেত্রী?

হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে যে সবজি খাবেন

গরমে শরীর পানিশূন্য করে দেয় যেসব খাবার

১০ টাকায় টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী ছাত্র বিক্ষোভে পুলিশের বর্বরতা

সপ্তাহের ব্যবধানে বেড়েছে যেসব পণ্যের দাম

মামুনুল হক কারামুক্ত

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, ৫ বগি লাইনচ্যুত