
ছবি সংগৃহীত
শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজা উপলক্ষে রাজধানীর রামকৃষ্ণ মিশনে নেমেছিল ভক্ত ও দর্শনার্থীদের ঢল। মঙ্গলবার সকালে দেবী দুর্গার প্রতিরূপ হিসেবে কুমারী মাকে আরাধনা করা হয়। কুমারী দেবীকে দেখতে ও পূজা দিতে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে 'কুমারী মায়িকি জয়, দুর্গা মায়িকি জয়' ধ্বনিতে।
মূল আকর্ষণীয় দিকগুলো
-
এবারের কুমারী: এ বছর নীলফামারীর সাড়ে ছয় বছর বয়সি লাবণ্য চট্টোপাধ্যায়কে কুমারী হিসেবে পূজা করা হয়।
-
শাস্ত্রীয় নাম: শাস্ত্র মতে, এই কুমারী দেবীর নাম রাখা হয় 'মালিনী'।
-
পূজার সময়: রাজধানীর রামকৃষ্ণ মিশনে বেলা ১১টায় কুমারী পূজা শুরু হয়।
-
আরাধনার উপকরণ: অগ্নি, জল, বস্ত্র, পুষ্প এবং বাতাস এই পাঁচ উপকরণে কুমারী দেবীর আরাধনা করা হয়।
-
কুমারী দেবীর সাজ: পায়ে আলতা, কপালে সিঁদুর ও তিলক এবং দুই হাতে দুটি পদ্ম নিয়ে দেবী মালিনী ভক্তদের সামনে আসেন।
-
আচারের মুখরতা: পূজা চলাকালীন ঢাক-ঢোল, শঙ্খ, কাঁসর ও ঘণ্টা ধ্বনিতে মণ্ডপ মুখর হয়ে ওঠে।
-
পূজার গুরুত্ব: রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ কুমারী পূজার গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি বলেন, নারী জাতির সম্মান ও ভূমিকাকে সঠিক স্বীকৃতি দেওয়া হলেই এই পূজার সার্থকতা আসবে।
-
সন্ধি পূজা: মহাষ্টমীতে কুমারী পূজা ছাড়াও রাতে সন্ধি পূজা অনুষ্ঠিত হয়।
-
অন্যান্য পূজা: এর আগে ভোরে অষ্টমীর কল্পারম্ভ ও বিহিত পূজা অনুষ্ঠিত হয়।
-
শাস্ত্রের বিধান: দেবী পুরাণে ১ থেকে ১৬ বছর বয়সের অজাত পুষ্প সুলক্ষণা কুমারীকে পূজার উল্লেখ রয়েছে। বয়সভেদে কুমারীর নামও ভিন্ন হয়।
-
বেলুড় মঠের আয়োজন: মহাষ্টমীতে কলকাতার বেলুড় মঠেও কুমারী পূজা অনুষ্ঠিত হয়।
ভক্ত ও দর্শনার্থীরা উলুধ্বনি দিয়ে চণ্ডীপাঠের মাধ্যমে কুমারীকে দেবীর আসনে বসান। পূজা শেষে ছোট্ট কুমারী দেবী মালিনী ভক্তদের বর প্রদান করেন এবং পরে প্রসাদ বিতরণ করা হয়। নারী ভক্তরা তাদের প্রত্যাশা ব্যক্ত করেন, কুমারী পূজার মাধ্যমে দেবীকে যে সম্মান ও শ্রদ্ধা দেওয়া হয়, তার প্রতিফলন যেন সমাজ ও রাষ্ট্রের প্রতিটা ক্ষেত্রে ঘটে।
ইউ