ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, , ২৯ আগস্ট ২০২৫

English

জাতীয়

বুয়েট ভিসি: শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ সভ্য সমাজে কাম্য নয়

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৬, ২৭ আগস্ট ২০২৫

বুয়েট ভিসি: শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ সভ্য সমাজে কাম্য নয়

ছবি সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভিসি অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শাহবাগ মোড়ে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে গিয়ে ভিসি বলেন, “শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ সভ্য সমাজে কোনোভাবেই কাম্য নয়। আমরা আশা করি, জড়িতদের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশের ধাওয়া ও লাঠিচার্জ

২৭ আগস্ট দুপুরে তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে গেলে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও জলকামান নিক্ষেপ করে। পরে লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়। এ ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

ভিসি বলেন, আহত শিক্ষার্থীদের বুয়েটের পক্ষ থেকে যতটা সম্ভব চিকিৎসা দেওয়া হয়েছে। এখনও অনেকে ঢাকা মেডিকেলসহ অন্যান্য হাসপাতালে ভর্তি আছেন এবং তাদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

শিক্ষার্থীদের দাবির সমাধান

ভিসি ও প্রো-ভাইস চ্যান্সেলর শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করে শিক্ষার্থীদের যৌক্তিক দাবির বিষয়টি তুলে ধরেন। এর পর গঠন করা হয় একটি কমিটি। যদিও শিক্ষার্থীরা ‘কমিটি মানি না’ স্লোগান দেন। ভিসি জানান, কমিটির সঙ্গে তারা যোগাযোগ রক্ষা করবে এবং শিক্ষার্থীদের দাবি পূরণের চেষ্টা চলবে।

এদিন শিক্ষার্থীরা পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে শাহবাগে অবস্থান নেন। পরে যমুনার উদ্দেশ্যে অগ্রসর হলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন। শিক্ষার্থীরা পরে পাঁচ দফা নতুন দাবি ঘোষণা করেন।

ইউ

সাইবার বুলিংয়ে অতিষ্ঠ জাকসুর নারী প্রার্থীরা

লতিফ সিদ্দিকী ও ঢাবি অধ্যাপক কার্জনসহ ১৬ জন কারাগারে

এআই ও ভুয়া তথ্য নির্বাচনে বড় চ্যালেঞ্জ: সিইসি

ভাণ্ডারিয়ায় স্বাভাবিক প্রসব ও কিশোর-কিশোরী সেবা কর্ণার

কোয়াব নির্বাচনে ভোট দিবেন না সাকিব-মাশরাফি

চন্দনাইশে মা সমাবেশ অনুষ্ঠিত

আগস্টের ২৭ দিনে দেশে রেমিট্যান্স ২০৮ কোটি ডলার

প্রকৌশল শিক্ষার্থীরা চালিয়ে যাচ্ছেন শাটডাউন কর্মসূচি

১ হাজার ২৪৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

শিশু ধর্ষণ বাড়ছে, সরকারকে পদক্ষেপের আহ্বান

ভবন নির্মাণে এফএআর বাড়ানো পরিবেশকে হুমকিতে ফেলবে

অপরাধীদের শাস্তি না হওয়ায় বাড়ছে অপরাধের সংখ্যা

যারা নির্বাচন বাধা দেবে তারা নিশ্চিহ্ন হবে: ফখরুল

খালেদা জিয়া হাসপাতালে যাচ্ছেন সন্ধ্যায়

ইঞ্জিনিয়ারদের সমস্যার ন্যায্য সমাধানের আশ্বাস ফাওজুল কবিরের