
ছবি সংগৃহীত
তিন দফা দাবিতে পদযাত্রাকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে উত্তেজনাকর ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশে পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। পথে পুলিশ লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে সংঘর্ষ বাধে। এতে শিক্ষার্থী ও পুলিশ সদস্যদের কয়েকজন আহত হন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান করছিলেন।
ঘটনার পেছনের প্রেক্ষাপট
-
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করেন।
-
পাঁচ ঘণ্টার ওই অবরোধ শেষে তারা ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির ঘোষণা দেন।
-
এর সূত্রপাত হয় বুয়েটের সাবেক শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই (নেসকো) কার্যালয়ে হেনস্তা ও হত্যার হুমকি দেওয়ার ঘটনার প্রতিবাদ থেকে।
শিক্ষার্থীদের দাবিগুলো
১. সরকারি চাকরিতে নবম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য থাকা ৩৩ শতাংশ কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ।
২. দশম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য থাকা ১০০ শতাংশ কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করা।
৩. বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার নিষিদ্ধকরণ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
সরকারের পদক্ষেপ
বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত দাবির যৌক্তিকতা যাচাই এবং সুপারিশ প্রণয়নে আট সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। বুধবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
ইউ