
ছবি সংগৃহীত
আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা দাবি পরীক্ষা-নিরীক্ষার জন্য চারজন উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
বুধবার (২৭ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে সভাপতি করে এ কমিটি করা হয়। অন্য তিন উপদেষ্টা হলেন—সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান এবং অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
কমিটিতে প্রকৌশলীদের সংগঠনগুলোর প্রতিনিধিরাও থাকবেন। প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার ক্ষমতাও দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।
মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসসি ও ডিপ্লোমাধারী প্রকৌশলীদের পেশাগত দাবির যৌক্তিকতা যাচাই করে এক মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে হবে কমিটিকে।
এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে রাজধানীর শাহবাগ মোড়ে পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ করেছিলেন। বুধবার (২৭ আগস্ট) তারা সারাদেশের প্রকৌশলীদের সঙ্গে নিয়ে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করছেন এবং শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন।
ইউ