
ফাইল ছবি
শিক্ষার্থীদের জীবন বাঁচাতে আত্মোৎসর্গকারী শিক্ষিকা মাহরিন চৌধুরীর স্মরণে জাতীয় পর্যায়ে বিশেষ পুরস্কার চালু করতে যাচ্ছে সরকার।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, 'মাহরিন চৌধুরী অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং সার্ভিসেস' নামে এই সম্মাননা শুধুমাত্র শিক্ষকদের জন্য নির্ধারিত থাকবে। গত মাসে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান দুর্ঘটনার সময় নিজের জীবন উৎসর্গ করে শিক্ষার্থীদের রক্ষা করেছিলেন এই সাহসী শিক্ষিকা।
শিক্ষামন্ত্রণালয়ের প্রস্তাবনা অনুযায়ী, সমাজে অনন্য অবদান রাখা শিক্ষকদের এ পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের বিস্তারিত কাঠামো ও নির্বাচন পদ্ধতি শিগগিরই ঘোষণা করা হবে বলে জানান প্রেস সচিব।
উল্লেখ্য, মাহরিন চৌধুরীর আত্মত্যাগ দেশজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। তার এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শিক্ষা ও মানবাধিকার সংগঠনগুলো।
ইউ