
ছবি সংগৃহীত
অবৈধ অভিবাসনের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে।
শনিবার (২ জুলাই) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা পৌঁছান।
প্রধান তথ্য:
-
ফেরত পাঠানোর পদ্ধতি:
-
মার্কিন সামরিক বিমান (সি-১৭) ব্যবহার
-
৬০ ঘণ্টার যাত্রায় হাতকড়া পরানো ছিল বলে অভিযোগ
-
-
ফেরত আসাদের অবস্থা:
-
ব্র্যাকের সহায়তায় পরিবহন ও খাবারের ব্যবস্থা
-
অনেকে ঋণ করে ৩০-৪০ লাখ টাকা খরচ করে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন
-
-
যুক্তরাষ্ট্রের নীতি:
-
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি
-
গত কয়েক মাসে ১১৮ বাংলাদেশি ফেরত
-
ফেরত আসাদের বক্তব্য:
"আমরা আশ্রয়প্রার্থী ছিলাম, অপরাধী নই। তবু বন্দির মতো আচরণ করা হয়েছে," বলেন একজন।
প্রশাসনের বক্তব্য:
ব্র্যাকের শরিফুল হাসান জানান, "আদালত তাদের আবেদন নাকচ করায় ফেরত পাঠানো হয়েছে।"
শেষ কথা:
অবৈধ পথে অভিবাসন ও এর পরিণতি নিয়ে সচেতনতা বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
ইউ