ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ২৩ জুলাই ২০২৫

English

জাতীয়

হয়রানিমুক্ত ব্যবসার উপযোগী পরিবেশ নিশ্চিত করার পক্ষে সমর্থন গড়ে তোলা

রিতা ভৌমিক

প্রকাশিত: ১৯:২৩, ২২ জুলাই ২০২৫; আপডেট: ১৯:৩৬, ২২ জুলাই ২০২৫

হয়রানিমুক্ত ব্যবসার উপযোগী পরিবেশ নিশ্চিত করার পক্ষে সমর্থন গড়ে তোলা

ছবি: উইমেনআই২৪ ডটকম

নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও বাজারে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, হয়রানিমুক্ত ব্যবসার উপযোগী পরিবেশ নিশ্চিত করার পক্ষে সমর্থন গড়ে তোলা।   

মঙ্গলবার (২২ জুলাই) সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজ  এর উদ্যোগে ডেইলি স্টার সেন্টারের তৌফিয়া আজিজ খান সেমিনার হলে  রাজধানীর কারওয়ান বাজারের ব্যবস্থাপনা কমিটি এবং নারী ব্যবসায়ীদের অংশগ্রহণে একটি বিশেষ অ্যাডভোকেসি সভায় বিশিষ্টজনেরা এ মন্তব্য করেন। 

"ব্রেকিং বেরিয়াস : লিডারশীপ প্রোগ্রাম এন্ড ইকোনমিক এমপাওয়ারমেন্ট অব ওমেন ইন মাকেট ট্রেডিং ” শীর্ষক প্রকল্পের অংশ হিসেবে এই সভায়  ৬৫ জন অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন   কারওয়ান বাজার মার্কেট ব্যবস্থাপনা কমিটির যুগ্ম-সচিব  মোঃ দেলোয়ার হোসেন তালুকদার, অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন এফএএমই প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী এবং ডিডব্লিউসিসিআইয়ের প্রতিনিধি  মোঃ নাসির উদ্দিন,  এবং  দ্য ডেইলি স্টারের  ক্রিয়েটিভ লিড শুভম খান। এছাড়াও ছিলেন কারওয়ান বাজার মার্কেট ম্যানেজমেন্ট কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজ  এর সভাপতি অধ্যাপক ইশরাত শামীম । 

 ফ্রেন্স ডেভেলপমেন্ট এজেন্সি এর অর্থায়নে পরিচালিত এবং ,  ঢাকা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যার বাস্তবায়ন সহযোগী হিসেবে দায়িত্ব পালন করছে। এটি জি ই আর ই এস -এর নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়ামের অংশ, যেখানে দক্ষিণ এশিয়া নারী উন্নয়ন ফোরাম  সহযোগী হিসেবে রয়েছে।

বাজারে ব্যবসার সঙ্গে যুক্ত ৫০ জন নির্বাচিত নারীকে ক্ষমতায়ন করাই সভার মূল উদ্দেশ্য । তাদের বাজার ব্যবস্থাপনা কমিটির সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।  ভুক্তভোগীরা বাজার এলাকায়  যে হয়রানি ও নিরাপত্তাহীনতার সমস্যার সম্মুখীন হন, তা তুলে ধরেন।  একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

স্বাগত বক্তব্যে  অধ্যাপক ইশরাত শামীম  বলেন,  অনানুষ্ঠানিক ব্যবসা খাতে নারীদের নেতৃত্ব বিকাশে গুরুত্ব দিতে হবে। দীর্ঘদিন ধরে চলে আসা লিঙ্গভিত্তিক কাঠামোগত বৈষম্য দূর করার প্রয়োজনীয়তার কথা  তুলে ধরেন।

মো. দেলোয়ার হোসেন  বলেন, “নারীদের ঘরে রেখে কোনো জাতি উন্নতি করতে পারে না। আমরা নারী ব্যবসায়ীদের পাশে থাকবো এবং একটি নিরাপদ, সহযোগিতামূলক পরিবেশ গড়ে তুলবো।” 

মো. নাসির উদ্দিন বৈশ্বিক অর্থনৈতিক কার্যক্রমে নারীদের অংশগ্রহণ সম্পর্কিত পরিসংখ্যান এবং বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, “বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো -এর সর্বশেষ শ্রমশক্তি জরিপ অনুযায়ী, ২০২৩ সালে কর্মজীবী নারীর সংখ্যা হ্রাস পেয়েছে। তবে শ্রমশক্তির বাইরে থাকা নারীর সংখ্যা বেড়েছে। জরিপ অনুযায়ী, বর্তমানে দেশে ৮ লাখ ৩০ হাজার নারী বেকার। বর্তমানে মাত্র ১৯ শতাংশ নারী শ্রমশক্তিতে সক্রিয়।” ডিডব্লিউসিসিআই নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সহায়তাকারী উদ্যোগগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

শুভম খান প্রকল্প কার্যক্রমের প্রতি সংহতি প্রকাশ করেন এবং নারী ব্যবসায়ীদের প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে আর্থিক উন্নয়নের পথে এগিয়ে আসার অনুপ্রেরণা দেন। 

তিনি বলেন, “সফলতা অর্জনের জন্য দুইটি জিনিস জরুরি — একটি হলো সাপোর্ট, অপরটি হলো নিজের ভেতরের ইচ্ছাশক্তি। ডিডব্লিউসিসিআই ও দ্য ডেইলি স্টার-এর প্রতিনিধিরা নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে প্রাতিষ্ঠানিক সহায়তা ও গণমাধ্যমের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। 

প্রকল্প সমন্বয়কারী খাদিজা বেগম ও ফিল্ড অফিসার সাদিয়া আফরিন হেমা ৬০ জন নারী ব্যবসায়ীর উপর পরিচালিত বেসলাইন জরিপের মূল তথ্য উপস্থাপন করেন।

বক্তারা বাজারে নারীদের ভূমিকা, তাদের সম্মুখীন সমস্যা এবং সম্ভাব্য সমাধানের দিকগুলো তুলে ধরেন।

উপস্থিত নারী ব্যবসায়ীদের মধ্যে তিনজন নারী ব্যবসায়ী তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নেন।  তারা জানান, অর্থসংকট, আর্থিক ব্যবস্থাপনার অভাব এবং জায়গার স্বল্পতা তাঁদের প্রধান চ্যালেঞ্জ। তারা আশা প্রকাশ করেন, এই প্রকল্পের প্রশিক্ষণ ও পরামর্শ কার্যক্রম তাদের দীর্ঘদিনের অর্থনৈতিক সংগ্রাম থেকে বেরিয়ে আসতে সহায়তা করবে।

বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যরা নারী ব্যবসায়ীদের পাশে থেকে প্রকল্পের কার্যক্রমে সার্বিক সহায়তার প্রতিশ্রুতি দেন। 

এই সভায় মূল অংশগ্রহণকারী হলেন, বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত নারী উদ্যোক্তারা, যার মূল উদ্দেশ্য ছিল বাজার এলাকায় নারীদের জন্য আরও নিরাপদ ও হয়রানিমুক্ত ব্যবসার উপযোগী পরিবেশ নিশ্চিত করার পক্ষে সমর্থন গড়ে তোলা।  

ইউ

সচিবালয়ে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষে ৯১ জন আহত

বিমান দুর্ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা প্রকাশের দাবি নাহিদ ইসলামের

পলিথিন বিরোধী মোবাইল কোর্ট অভিযানে ৭ টি মামলা

হয়রানিমুক্ত ব্যবসার উপযোগী পরিবেশ নিশ্চিত করার পক্ষে সমর্থন গড়ে তোলা

শেওড়াপাড়ায় মেট্রো স্টেশন সংলগ্ন ভবনে অগ্নিকাণ্ড

বিমান দুর্ঘটনা: ভারতের চিকিৎসা সহায়তার প্রস্তাব

শোকস্তব্ধ বিদায়: পাইলট তৌকিরের শেষ যাত্রা

হাসিনা পরিবারের বিরুদ্ধে ৬ দুর্নীতি মামলা দুই আদালতে

মাইলস্টোন ট্র্যাজেডি: ৩০ আহত এখনও ঝুঁকিতে

শিক্ষাসচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার

শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষে সচিবালয় অস্থির

ইসলামী ব্যাংকের ক্যাশ ওয়াক্ফ অ্যাকাউন্ট: মানবতার সেবায় স্থায়ী দান

বিমান দুর্ঘ​টনা:​​​​​​ জাতীয় ঐক্যমত্য কমিশনের শোক প্রস্তাব

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ উপলক্ষে মেট্রোরেলের সময়সূচি বৃদ্ধি

২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত