
ছবি সংগৃহীত
মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৩০ জন রোগী এখনও জীবন-মরণ সন্ধিক্ষণে রয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
চিকিৎসা অবস্থা হালনাগাদ:
-
২ জন কেবিনে স্থানান্তরিত (স্থিতিশীল)
-
১০ জন সম্পূর্ণ শঙ্কামুক্ত
-
৩০ জন ক্রিটিক্যাল কন্ডিশনে (৬০% শরীর পুড়েছে)
-
সিঙ্গাপুর থেকে ১ বিশেষজ্ঞ ডাক্তার ও ২ নার্স আসছেন রাতেই
নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি:
-
আইএসপিআর: ১৬ জন
-
বার্ন ইনস্টিটিউট: ১৫ জন
-
উত্তরা আধুনিক মেডিকেল থেকে ১ মরদেহ সিএমএইচে স্থানান্তর
ডা. রহমানের ব্রিফিং:
"আমরা প্রতিটি আহতের জন্য সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করছি। সিঙ্গাপুরের টিমের সহায়তায় ক্রিটিক্যাল কেয়ার আরও জোরদার হবে।"
প্রসঙ্গত, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু ও ১৬৫ জন আহতের খবর নিশ্চিত হয়েছে।
ইউ